একবার শহরে থাকা
এক পরিবার মেলায়
ঘুরতে যান মেলায়
গিয়ে তাদের বাচ্চা
ছেলে হারিয়ে যায় ।
স্বামী স্ত্রী দুজনই
অনেক খুঁজেও
ছেলেকে পায়না ।
তখন ছেলের মা অনেক জোরে কান্নাকাটি শুরু করেন ।
পরে পুলিশকে জানানোর,
কিছুক্ষণ পর বাচ্চাকে পাওয়া যায় ।
বাচ্চাকে পাওয়ার পরই ছেলের বাবা তাদের নিয়ে গ্রামের
দিকে রওনা করেন ।
তখন ছেলের মা জিজ্ঞেস করে:-
আমরা গ্রামে কেন যাচ্ছি?
ছেলের বাবা :- তুমি
তোমার ছেলেকে ছাড়া এক ঘন্টা থাকতে পারো না ,
আর আমার মা ১০
বছর ধরে আমাকে
ছাড়া থাকছে,
আজ থেকে আমিও আমার বুড়ি মায়ের সাথে থাকবো ।
ভালো লাগলে লাইক দিন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।