আমার বুড়ি মায়ের সাথে থাকবো ।

একবার শহরে থাকা
এক পরিবার মেলায়
ঘুরতে যান মেলায়
গিয়ে তাদের বাচ্চা
ছেলে হারিয়ে যায় ।
স্বামী স্ত্রী দুজনই
অনেক খুঁজেও
ছেলেকে পায়না ।
তখন ছেলের মা অনেক জোরে কান্নাকাটি শুরু করেন ।
পরে পুলিশকে জানানোর,
কিছুক্ষণ পর বাচ্চাকে পাওয়া যায় ।
বাচ্চাকে পাওয়ার পরই ছেলের বাবা তাদের নিয়ে গ্রামের
দিকে রওনা করেন ।
তখন ছেলের মা জিজ্ঞেস করে:-
আমরা গ্রামে কেন যাচ্ছি?
ছেলের বাবা :- তুমি
তোমার ছেলেকে ছাড়া এক ঘন্টা থাকতে পারো না ,
আর আমার মা ১০
বছর ধরে আমাকে
ছাড়া থাকছে,
আজ থেকে আমিও আমার বুড়ি মায়ের সাথে থাকবো ।
ভালো লাগলে লাইক দিন।

দুঃখিত!