অসহায়

ভাল পোষাক পরে ফুলবাবু হতে কার না ভাল লাগে ? দিলুর সে রকম কোন ইচ্ছে নেই । তবুও বাবার সঙ্গে দোকানে আঙ্গুল তুলে যেটা দেখাবে একটু নেড়ে চেড়ে মা আদর করে বলবেই -এটা অত ভাল লাগছে না , পাশের এইটা দেখ খুব সুন্দর ।
দিলু মাকে খুব ভালবাসত । মেনে নিত । পাশে দাদা বসে টিপ্পনী কাটত – ওকে জিজ্ঞেস করার কি আছে ও ভাল মন্দ বোঝে । দোকানদারও হেঁকে বলত – ছেলের পছন্দ আছে ? তবে ও ওর মত অনেক পরবে । এখন আপনাদের মত পরুক না ।
কি জানি বাবা তাতে কি বলতে সবাই হো হো করে হেসে উঠত । পাড়ার দোকান , চেনা দোকানি ঠিক গুছিয়ে বুঝিয়ে গুজেই দিয়ে দিত । আর কি সব কথা হত ? জামাটা প্যাক করার পর বাবার মাথা নীচু । দাদা উঠে পড়ত । মা অন্য কথা ভাবনায় ব্যস্ত । দোকানি খাতা খুলে লিখতে লিখতে যা বলত তা অনেকটাই গালাগালের মত ।
দিলু পরদিন তাতেই নতুনের গন্ধেই সেজে উঠত । মনের মধ্যে দোলা দিত । পাশের ভজা রতন মনি মুক্তা দেখত আর কি রকম করত । বেশ লাগত দিলুর । ভাল কি মন্দ ও সব বোঝার কি দরকার ? কতদিন পর পর এ রকম ঘটে যাওয়াটাই দিলু বেশ উপভোগ করে ।
আজ বাবার সেই অসহায়ত্ব বেশ নাড়া দেয় দিলুকে । সময়ে বদলায় নি বদলে যায় না সময়ের চিত্র । ফুলবাবু সাজ আরো বেড়েছে । কিন্তু দিলুর বাবার মত সবার মনে বেড়ে গেছে আরো বেশি অসহায়ত্ব ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!