
এক পিঁপড়া নদীর তীরে পানি খেতে গেলো। কিন্তু সে পানিতে পড়ে স্রোতে ভেসে যেতে লাগলো। এক কবুতর নদীর তীরে গাছের ডালে বসে দেখছিল। সে একটা পাতা ছিঁড়ে পানিতে ফেলল। পিঁপড়াটি পাতায় উঠে নিজের জীবন বাঁচাল। কিছুক্ষণ পরই এক শিকারি সেখানে আসলো। সে গাছের ডালে কবুতরটিকে দেখে চুপিচুপি আগাতে লাগলো। কবুতরের দিকে বন্দুক তাক করল। পিঁপড়া এটা দেখল। কিন্তু কবুতর সেটা খেয়াল করল না। পিঁপড়াটি গিয়ে শিকারির পায়ে কামড় দিল। ব্যাথায় চিৎকার করে উঠলো শিকারি। সেই চিৎকারে উড়ে গেলো কবুতর। তার প্রাণ বেঁচে গেলো।
মরাল- পরের উপকার করলে, পরিশেষে তোমারও উপকার হবে।