আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার কোন ব্যাখ্যা করা যায় না ।রক্ত হিম করা সেইসব ঘটনা যদি নিজের জীবনে ঘটে তাহলে ??? আমি এখনো মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠি সেই স্বপ্নটা দেখে।
যেই স্বপ্লটা বাস্তবে ঘটেছিল আমার জীবনে ।সময়টা ছিল শীতকাল ।আমার s.s.c exam এর আগে ।
আমাদের বাড়ির পাশের এক লোক রক্তবমি করতে করতে মারা গেল ।উনি আমাকে অনেক পছন্দ করতেন ।
তাই আমার খারাপ লাগছিল ।জানা গেল উনি যে সময়ে মারা গেছেন সেই সময়ে তিথি ভাল ছিল না ।ফলে ত্রিপাদ দোষ হয়েছিল ।
এটা হিন্দুরা বুঝবেন ।বড়রা বলাবলি করছিল এ দোয হলে নাকি মরা মানুষটির আত্মা ফিরে আসে ।
আমি বিশ্বাস করলাম না । না করে ভুল করেছিলাম । দুদিন পরে রাত ২ টা : আমি পড়ছিলাম ।
হঠাত্ বাইরে গোঙ্গানির মত শব্দ শুনলাম ।যাব নাকি যাব না ?শেষে যাব বলে ঠিক করলাম ।
গিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো গায়ে কাটা দেয় ।আমি দেখলাম ওই লোকটি ।যে লোকটা মারা গিয়েছিলেন ।সারা গায়ে রক্ত ।মাটিতে বসে আছেন ।
কালচে রক্তে ভিজে আছে জায়গাটা ।উনি আমার দিকে আসছেন আর কি জানি বলতে চাচ্ছেন ।
আমি কিছুই চিন্তা করতে পারছিলাম না ।আর কিছুই মনে নাই । পরের দিন ভোরে আমাকে বাবা বাড়ির বাইরে পড়ে থাকতে দেখেন ।এবং বাড়িতে নিয়ে আসেন ।
তাদেরকে সব কথা বললাম ।বেশ কয়েকদিন জ্বরে ভুগলাম ।এরকম নাকি ঘটে ।
ওহ বলতে ভুলে গেছি আমি যেখানে পড়েছিলাম তার চারপাশে কিছু রক্তের দাগ ছিল ।
ঘটনাটা যদি হ্যালুসিনেশন হয় তাহলে রক্ত আসলো কোথা থেকে ?????