নেশা

এই গল্পটা আমার আব্বুর মুখে সোনা।। গল্প বললে ভুল হবে।। মূলত, এটি একটি সত্য ঘটনা।। এটাকে আমি পাথকদের কাছে সেভাবেই তুলে ধরছি।।
তখন ছিল পবিত্র রমজান মাস।। পাকিস্তানের এক মুসলিম পরিবারে ইফতার বানানোর আয়োজন চলছে।।
তখন সালমা বেগম তার মেয়ে ফাতেমাকে বললেন, “মা, ইফতার বানাতে আমাকে একটু সাহায্য করবে কি??” তখন ফাতেমা উত্তর দিল, “তোমাকে যদি ইফতার বানাতে সাহায্য করি তাহলে টিভিতে আমার একটি প্রিয় অনুষ্ঠান মিস হয়ে যাবে।। আমি পারবোনা।।”
বলে নিজের ঘরে ঢুকে ফাতেমা দরজা আটকে দিল।। এদিকে অনেক সময় গড়িয়ে গেলো কিন্তু ফাতেমা ঘর থেকে বের হল না।। সালমা বেগম একটু চিন্তিত হলেন।।
তিনি বার দুয়েক দরজায় গিয়ে ডাকলেন কিন্তু কোনও সারা শব্দ পেলেন না।।
এদিকে, ফাতেমার বাবা এবং ভাইয়েরা নিজ নিজ কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলো।।
ইফতারের সময় হয়ে যাচ্ছে প্রায় অথচ ফাতেমা নিজের ঘরে থেকে বের হচ্ছে না দেখে তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন।।
তখন সালমা বেগম তাদের সব কথা খুলে বললেন।। অজানা আশঙ্কায় সালমা বেগমের মন দুলে উঠলো।।
ফাতেমার বাবাও খানিকক্ষণ তাকে ডাকলেন।। কিন্তু কোনও সাড়া না পেয়ে তারা দরজা ভাঙার প্রস্তুতি নিলেন।।
দরজা ভেঙ্গে ভিতরে যা দেখলেন তা দেখে সালমা বেগম অজ্ঞান হয়ে পড়লেন।। ফাতেমা উপর হয়ে মেঝেতে পড়ে ছিল।।
দেহে কোনও প্রান ছিল না।। কান্নার রোল উঠলো ফাতেমার বাড়িতে।। তবে আসল সমস্যা দেখা দিল লাশ নিয়ে।।
লাশটিকে সোজা করা যাচ্ছিল না।। সবাই চেষ্টা করে দেখল কিন্তু লাশটি কেউ একচুল নড়াতে পারছিল না।।
তখন কেউ একজন পরামর্শ দিল টিভিটা সরিয়ে নিতে।। টিভিটা সরাতেই ফাতেমার দেহ নড়ে উঠলো।।
অস্বাভাবিক হলেও টিভির মাধ্যমেই ফাতেমার জাবতিয় পরিশুদ্ধি করা হল।। গোরস্থানেও টিভিসহ নিয়ে যাওয়া হল।।
কবর খুঁড়ে ফাতেমার লাশ নামানো হল।। দাফন শেষে তারা যখন টিভিটা নিয়ে রউনা হল অমনি মাটি ফুরে ফাতেমার দেহটা ছিটকে বেড়িয়ে এলো।।
তখন সবাই বুঝতে পারলো, টিভি ছাড়া যেহেতু ফাতেমাকে নড়ানো যায়নি সেহেতু টিভিসহই তাকে কবর দিতে হবে।।
শেষ পর্যন্ত টিভিসহই তাকে কবর দেয়া হল।। আমার জানা মতে ঘটনাটি সম্পূর্ণ সত্য।। কারন এটি একটি ইসলামিক পত্রিকা “আদর্শ নারী” তে দেয়া হয়েছিলো।।
এখন বিশ্বাস করা না করা আপনাদের উপর।।
তবে এই গল্পের মাধ্যমে যেই মেসেজটা আমি বুঝতে পেরেছি তা হল, শুধু না খেয়ে থাকাই রোজা নয়, বরং সকল প্রকার ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকাও রোজার অন্তর্ভুক্ত।।

অদ্ভুত কংকাল

বাঁচার উড়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *