সূরা কাউসার এরশানে নুযূলএবং অর্থ

নবী করীম (সাঃ) এর কোন
পুত্র-সন্তানই দীর্ঘ জীবন পায়নি।তার বড়
পুত্র হযরত কাসেম মক্কা শরীফেই
ইন্তেকাল করেন।এতে আস ইবনে ওয়াসেল
সাহ্_সি সহ অন্যান্য কাফেররা খুব খুশি হয়।
তারা বলতে লাগলঃ ★মোহাম্মাদ (সাঃ)
এর কোন পুত্র সন্তান না থাকলে তার
ধর্মকে কে টিকিয়ে রাখবে ?
সুতরাং তাঁর মৃত্যুর
সাথে সাথে ইসলামেরও মৃত্যু অনিবার্য্য।
আনন্দের অতিশয্যে তারা ★নবী করীম
(সাঃ)-কে বিদ্রুপ করতেও দ্বিধা করেনি।
কাফেররা তাঁকে ‘আবতার’ (নির্বংশ)
বলে অখ্যায়িত করে। ★নবী করীম (সাঃ)
পুত্র শোকের উপর এরুপ অমানবিক ব্যংগো-
বিদ্রুপে অত্যান্ত মর্মাহত হলেন। তখন
আল্লাহ তায়ালা তাঁর প্রিয়
বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য এই
সূরা নাযিল করেন এবং বলেন, আপনার
কুৎসা রটনাকারী কাফেররাই নির্বংশ
হয়ে যাবে ।
অর্থঃ ↓↓
(১) নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার
দান করেছি।
(২) অতএব আপনার পালন কর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন

(৩) নিশ্চয় আপনার
বিদ্রুপকারীরা লেজকাটা, নির্বংশ।.

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!