আজ থেকে প্রায় ১০ বছর আগে আমি কানাডা গিয়েছিলাম। কানাডার ওন্টারিওতে। শীতকাল, তুষারপাত হচ্ছিল।তাপমাত্রা শূন্যর নিচে! আব্বু সেদিন সেমিনারে গেল। ঠান্ডার কারণে আমি বের হইনি।
আব্বু চলে যাবার পরের ঘটনা। কি কারণে যেন বাইরে তাকালাম জানালা দিয়ে- দেখি একটা ছোট মেয়ে দাড়িয়ে আছে এদিকে ফিরে! গায়ে খুব হালকা একটা ওভার কোট, ঠান্ডায় মুখটা যেন লাল হয়ে আছে! এত ঠান্ডায় একা! ভাবলাম হারিয়ে গেছে। দরজা খুলে দৌড়ে আনতে গেলাম। কিন্তু গিয়ে দেখি নেই! ভেতরে চলে এলাম। আন্টি ঘুমাচ্ছিল। ডেকে তুলে ঘটনাটা বললাম, কিন্তু কিছু বললনা।
ওইদিন রাতের কথা…. ঘুমাচ্ছিলাম..হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙ্গে গেল। শব্দটা পাচ্ছিলাম তখনো কিন্তু ভয়ে শুয়ে থাকলাম।
কিছুক্ষণ পর সাহস করে বাতি জালালাম! যা দেখলাম বুক কেঁপে উঠলো! দেখি- ওই ছোট মেয়েটা মেঝেতে বসে একটা বল নিয়ে খেলছে! মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো- হঠাৎ করে দেখি মেয়েটার চেহারা আমার ছোট বেলার চেহারার মত হয়ে গেল!! ভয়ে আমি শক্ত হয়ে গেলাম, তারপর কি ঘটলো জানিনা। ভোর বেলায় দেখি আমি আন্টির রুমে!
এই ঘটনার পর থেকে মেয়েটাকে মাঝেমাঝে স্বপ্নে দেখি। তখন ঘুম ভেঙ্গে গেলে মনে হয় বাইরে তুষারপাত হচ্ছে আর আমি ওই কটেজে একা।।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।