রাখী(ছদ্মনাম) মা-বাবার একমাত্র মেয়ে।। বাবা দেশের বাইরে থাকায়, আর মা ডাক্তার হওয়ায় মা-বাবা ওর এতো কেয়ার নিতে পারেনি।। ফলে যা হয়, ইচড়েপাকা ফ্রেন্ডদের সাথে মিশে ও নিজেও অমন হয়ে যায়।।
ক্লাশ ১০-এ ওর প্রেমিকের সংখ্যা ৪ এ গিয়ে ঠেকে!! জয় ওর সর্বশেষ প্রেমিক!! জয় রাখীকে সত্যিই ভালোবাসত।। বলা যায় পাগলের মত।। ৪মাসের এই রিলেশনে দৈহিক সম্পর্ক ছাড়া কিছুই বাদ থাকে না!!
এতে জয় রাখীর প্রতি আরো দূর্বল হয়ে পরলেও, রাখী এই রেলেশনটাকে সিরিআসলি নেয় না।। শুধু তাই না খামখেয়ালীর বশে সম্পর্ক ভেঙ্গে দেয়!!
জয় অনেক চেস্টার পরো যখন ব্যর্থ হয়, তখন সইতে না পেরে আত্মহত্যা করে!! ২ হাতের রগ কেটে ফেলায় রক্তক্ষরণে জয় মারা যায়।। মারা যাওয়ার ৩দিন পর শ্মশানে ওকে পোড়ানো হয়।।
জয় কোনো সুইসাইড নোট না রেখে যাওয়ায় ওর ফ্যামিলির কেউ কিছুই বুঝতে পারে না।। ওর ফ্রেন্ডরা ওর বাসায় রাখীর ব্যাপারে কিছু জানায় নাই।।
জয়ের মৃত্যুর কয়েকমাস পর য্খন রাখীসহ সবাই ওর কথা ভুলতে বসেছে তখন কালী পূজা আসে।। পূজার দিন রাখী ওর মাকে নিয়ে শ্মশানঘাটের কালী পূজায় যায়।। শ্মশানে ঢোকার পর থেকেই রাখীর মনে হতে থাকে কেউ যেন ওকে নজরবন্দি করে ফেলেছে!! ও যেদিকেই যায়, ওর মনে হতে থাকে কেউ যেন ওকে দেখছে।।
ব্যাপারটা প্রথমে ওর স্বাভাবিক লাগলেও একসময় ওকে প্রচন্ড আতংকে পেয়ে বসে।। এতো লোকের ভীড়ে প্রচন্ড ভয়ে ও দিশেহারা হয়ে যায়।।
এমন সময় ও, ওর মার সাথে মন্দিরে ঢোকে।। পুরোহিতের কাছ থেকে প্রসাদ নেয়ার সময় উনার দিকে তাকাতেই ও দেখে, এ যে জয়!! এক মুহূর্তে ওর চোখের সামনে পুরোনো সব স্মৃতি ভেসে উঠে।। সাথে সাথেই ও জ্ঞান হারায়।।
পূজার মাঝে এমন একটা ঘটনা ঘটায় সবাই ভীড় করে ফেলে।। জ্ঞান ফেরানোর জন্য জলছিটা দিতেই জ্ঞান আসে।। তবে দেখে মনে হচ্ছিলো ও যেন একটা ঘোরের মাঝে আছে।। আচমকা রাখী উঠে দাড়ায়।। কেউ কিছু বুঝার আগেই দৌড়ে গিয়ে কালী মূর্তির হাত থেকে দা-টা নিয়ে নেয়!!
রাখীকে দেখে সবাই ভয় পেয়ে যায়।। ওকে দেখে বুঝাই যাচ্ছিলো অশরীরী আত্মা ওর উপর ভর করেছে!! রাখী দা হাতে নিয়ে এক ধ্যানে ওর আর জয়ের কথা সব বলতে থাকে।। সম্পর্কের শুরু থেকে চুমু খাওয়া, একে-অন্য কে স্পর্শ করার যত কাহিনী আছে সব।। ঘোরগ্রস্থ মানুষের মত বলতে থাকে সে।।
বলা শেষ হওয়ার পর ও একদৌড়ে শ্মশানের মাঠে চলে যায়।। ঠিক যেখানে জয়কে পোড়ানো হয়েছিলো।। সবাই দৌড়ে ওর পিছন পিছন গেলেও ওকে বাচাতে পারলো না!! মাঠে গিয়েই রাখী ওর হাতের দা-টা দিয়ে নিজের ২ হাতে কোপ দেয়।।
ঠিক জয়ের মতই রক্তক্ষরণে রাখী মারা যায়।। আর এতে জয়ের প্রতিশোধের সাথে সাথে হয়
রাখীর পাপের প্রায়চিত্ত!!
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।