আমরা এখন যে বাসাটায় আছি এটাতে আমরা ৭মাস হল এসেছি।। বাড়িটা দেখতেই যেনও একটু কেমন কেমন।। বাড়িটার নিচ তলায় আমরা থাকি।। বাসাটায় উঠার গত ৬ মাস পর্যন্ত আমাদের কোন প্রব্লেম হয় নি।। হটাৎ প্রায় রাতেই মনে হতে লাগলো, আমার রুমে মাঝরাতে কেউ একজন হাঁটে।। আমি প্রথমে অতটা পাত্তা দেইনি।। আগেই বলে রাখি।। আমার বেডটা হল পশ্চিম সাইডে।। বেড বরাবর পূর্বদিকে টয়লেট।। তো, একদিন রাতে হটাৎ খেয়াল করলাম আমার রুমের ভেতর সাউন্ড হচ্ছে।। ঠিক বুঝে উঠতে পারলাম না কিসের সাউন্ড।। পরে ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম, সাউন্ডটা আসলে ইলেক্ট্রিক সুইচ অন অফ করার সাউন্ড।। পরপর কয়েকদিন একই ঘটনা ঘটলো।। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে, প্রতিদিন সাউন্ডটা ২টা থেকে ২.৩০ ের মধ্যে হয়।। এরপর আর সাউন্ডটা হয় নাহ।। আর সাউন্ডটা হয় ঠিক টয়লেটের সামনে থেকে।। অনেক চেষ্টা করেছি রহস্যটা বেদ করার কিন্তু কোন উত্তর পাইনি।। গতকাল রাত ২টার দিকে হটাৎ আমার মাথার পাশে “ধপাস” করে কিছু একটা পড়ে।। সেই আওয়াজে সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে যায়।। ঘরে হাল্কা আলো থাকায় জিনিসটা পরিষ্কার দেখতে পেলাম।। যেখানে আওয়াজটা হল ঠিক যেনও সেই জায়গা থেকে একটা ছায়ামূর্তি সরে গেলো।। ছায়ামূর্তিটা ডানের দিকে চলে গেলো দেখলাম।। আমি সাথে সাথে লাইট জ্বালালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম নাহ।। এমনকি যেখানে সাউন্ড হয়েছিলো সেখানেও কিছু নেই।।