আমার নাম গাজী রেজা । আমী CTG তে থাকি । আমি IIUC তে BBA করছি । একজন মুসলিম হিসেবে জ্বীন বিশ্বাস করি । কিন্তু জীবনে কখনো দেখিনি বলে হইত বিশ্বাস টা খূব বেশি গাড় ছিল না । আমি খূব ভীতু কিন্তু এইসব বিষয়ে আমার INTREST ছিল খূব বেশি । এবার মূল ঘটনাই যাওয়া যাক।
আমি আমার ছোট নানুর বাসা থেকে ২০০৮ সালে ssc exam দিয়েছিলাম । আমি প্রতি বৃহস্পতিবার আমার বাসায় যেতাম আর শুক্রবার রাতে আবার নানুর বাসায় ফিরে আসতাম । ঘটনাটা ২০০৭ এর । একবার আমি বৃহস্পতিবার আমার বাসায় আসলাম । প্রথমেই বলে রাখি , আমার নানুদের বিল্ডিংটা ছিল ৬ তলা । ৬ তলা তে মোট ১২ টা ফ্লাট ছিল । নানুরা ছিল নিচ তলায় । শুক্রবার সকালে হঠাত আমার নানু ফোন করে এক অদ্ভুত ঘঠনা বলল । উনি বলল যে , ভোর ৪ টার দিকে নাকি উপর তলার সবাই এসে নানুর দরজা নক করতে লাগল । আমার নানা দরজা খুলতেই সবাই নানাকে বলল যে ছাদ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছিল । কান্নার আওয়াজ শুনে তারা কেউ ভয়ে ছাদে যাওয়ার সাহস পেল না । আমার নানা অনেক সাহসী এবং ফরহেজগার ছিলেন বলে সবাই আমার নানাকে ব্যাপার টা বলল । আমার নানা ছাদে দরজা খুলেই দেখল একটা ছোট ১১-১৩ বছরের মেয়ে ছাদের এক কোনায় বসে বসে কাঁদছে । মেয়েটার চোখে মুখে ছিল ভয়ের ছাপ আর শরীরের কিছু জায়গায় অদ্ভুত চিকন আঁচড়ের দাগ । সবাই মিলে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনল । সবাই তো পুরা অবাক যে , ছাদের বাইরে তালা মারা , নিচে গেইটে তালা মারা । মেয়ে টা এত ভোরে ছাদে এল কেমনে ? কেউই কোন ব্যাখা খুজে পাচ্ছিলনা । রাতে ১০ টার পর গেইট , ছাদের দরজা সব তালা মারা থাকে । ঐ মেয়েটার ছাদে থাকার কোন সুযোগই নাই । মেয়েটাকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে ভয়ে কিছুই বলতে পারেনা । পরে সে সব ঘটনা খুলে বলল । মেয়েটার ভাষায় , সে নাকি পাশের এক এলাকায় এক বাসায় কাজ করে । রাত ১০:৩০-১১ টার দিকে সে ময়লা পানি ফেলতে পিছনের দরজা দিয়ে বের হয় । সে যখনই পানি ছুড়ে বাইরে ফেলে , ঠিক তখনই পিছন থেকে কিছু একটা এসে তাকে খামছি দিয়ে ধরে , আর মেয়েটা দেখে যে ওটা তাকে উরিয়ে নিয়ে যাচ্ছে । মেয়েটা ভয়ে এবং ব্যাথায় সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে । পরে যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পাই যে সে ছাদে । মেয়েটাকে পরে তার মালিকের বাসায় ফিরিয়ে দেওয়া হল । আমি ঐদিন নানুর বাসায় গিয়ে বিল্ডিং এর সবাই কে ব্যাপারটা জিজ্ঞেস করলাম । ঐ ঘটনা আমি ছাড়া বিল্ডিং এর সবাই দেখেছিল । আমি অনেক চেষ্টা করেও আজও ঐ ঘটনার কোন ব্যাখা খুজে পাইনি ।
( এই ঘটনার পর আমি আমার জীবনে আরো আরও অনেক ভৌতিক ঘটনা শুনি । আমাদের নতুন বাসায় অনেক ঘটনা ঘটে যার কোন ব্যাখা খুজে পাইনা । আস্তে আস্তে সব শেয়ার করব । ইনশাল্লাহ । )
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।