আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা । আমি একটা কাজে ফেনী থেকে চট্টগ্রাম যাই । কাজ শেষ করে আসতে আসতে রাত ১ টা বেজে যায় । বাস থেকে নেমে অনেক খোঁজাখুঁজি করে একটা রিকশাও পেলাম না । শেষে একা একাই হাঁটা শুরু করলাম । কিছুদুর আসার পর দেখলাম আমার বন্ধু রানা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাইকেল ঠিক করছে । এত রাতে ও এইখানে কেন জিজ্ঞেস করার পর ও বলল যে তার খালাত বোনের বিয়ে আজ, তাই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করতে করতে রাত হয়ে গেছে । কিন্তু পথে হঠাত্ করে সাইকেলটা নষ্ট হয়ে যায় । প্রায় আধাঘন্টা চেষ্টা করার পরও তার সাইকেলটা ঠিক করতে পারলোনা । পরে দুজন মিলে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি ।তার পরদিন ছিল শুক্রবার । জুমার নামাজে রানাকে মসজিদে দেখে তার সাইকেল ঠিক হলো কিনা জিজ্ঞেস করলাম । আমার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়লো । সে বললো,”আমারতো সাইকেলই নেই ঠিক করবো কি”!! তখন আমার মনে হলো ঠিকইতো , রানার তো কোন সাইকেল নেই । তাকে গত রাতের সব ঘটনা খুলে বললাম । সব শুনে সে আমাকে পাগল বলে অটাক্ষ করলো । কিন্তু আমিতো জানি আমি গতকাল রাতে যা দেখেছি বা গতকাল রাতে যা ঘটেছে তা কোনভাবেই মিথ্যা হতে পারেনা । গতকাল রাতে আমি কার সাথে হেঁটে হেঁটে বাসা পর্যন্ত এলাম এবং রানার যে কোন সাইকেল ছিলনা এটা আমার মাথায় তখন কেন আসেনি তার রহস্য আমি আজও বের করতে পারলামনা ।তার পর থেকে আমি রাতে আর একা একা বের হইনা ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।