সারাহ, একজন জন্মগত লেবানিজ মুসলিমা, যার মা খ্রিস্টান। তার জীবনের প্রথম ১০ বছর লেবাননে কাটে। পড়াশোনার জন্য সে অস্ট্রেলিয়ায় আসে, কিন্তু সেখানে ইসলাম থেকে তার সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘটে। সে জানতো যে সে মুসলিম, কিন্তু কুরআন বা সালাতের বিষয়ে কিছুই জানত না।
অস্ট্রেলিয়ায় তার বাবা-মায়ের ডিভোর্স হয়। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে একা হয়ে পড়ে। পড়াশোনা এবং জীবনযাপন খরচের জন্য সকালে ক্লাস আর সন্ধ্যায় বারে কাজ করত। একটি বয়ফ্রেন্ডও ছিল। সে পশ্চিমা জীবনধারার সাথে পুরোপুরি মিশে যায়, এমনকি হারাম কাজ করতেও লজ্জা পেত না। সে সামান্য অ্যারাবিক জানত।
নিউজিল্যান্ডে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। বিভিন্ন ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ শুরু করে। অস্ট্রেলিয়ায় থাকা একটি লেবানিজ পরিবারকে দেখে, রমজানের সময় তাদের টিভিতে ইসলামিক একটি প্রোগ্রাম দেখে। অনুষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে সে দাঈ আমর খালিদকে মেইল করে জিজ্ঞেস করে, “আমাকে কি আল্লাহ্ ক্ষমা করবেন?”
আমর খালিদ তাকে তাওবা করার পদ্ধতি জানিয়ে দেন। দুই দিন পর সারাহ জানায় যে সে আল্লাহ্র কাছে তাওবা করেছে, এবং বয়ফ্রেন্ডের কাছে আর যাবে না। এরপর সে জানতে চায় কিভাবে সালাত আদায় করবে এবং কুরআনের অডিও টেপ চায়।
কিছুদিন পর সে নিজের বিউটি টাইটেল প্রত্যাহার করে নেয় এবং হিজাব পরতে শুরু করে। হিজাব পরার দুই দিন পর তার মাথায় ব্যথা হয়। ডাক্তারের পরামর্শে সে হাসপাতালে ভর্তি হয়। অপারেশনের পর চিকিৎসক জানায়, সফলতার সম্ভাবনা মাত্র ২০%।
এই অবস্থার মধ্যে সারাহ শান্তিপূর্ণভাবে আল্লাহর প্রতি তার ভরসা প্রকাশ করে বলেন, “আমি খুশী যে অসুস্থতার আগেই তাওবা করতে পেরেছি। যদি সুস্থ হই, তবে আমি সেই ওয়েবসাইটের জন্য কাজ করব, যেটি আমার ইসলামে ফিরার জানালা খুলেছে।”
দুর্ভাগ্যবশত, মাত্র ২২ বছর বয়সে সে মারা যান। নিউজিল্যান্ডে মুসলিম কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগে সারাহ একটি চিঠি লিখে বলেন:
“আমি আমার জীবনের ২২টি বছর রাবের কাছ থেকে দূরে ছিলাম। কিন্তু মাত্র ৩ সপ্তাহ আগে তাওবা করে আল্লাহর পথে ফিরেছি। আমি আপনাদের কাছে মিনতি করি যেন আমার এবং আমার মায়ের জন্য আল্লাহর দয়া ও ক্ষমার দোয়া করবেন।”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।