হুমম, তোমার কথাই ঠিক-মোল্লা নাসির উদ্দিন

নাসিরুদ্দিন হোজ্জা তখন কাজী। বিচার আচার করেন। একদিন বিচারে বসেছেন। বাদি মামলার আসামির সম্পর্কে যেসব অভিযোগ করছেন, হোজ্জা তা মনোযোগ দিয়ে শুনছেন। বাদীর কথা শেষ হয়ে মাথা ঝাঁকিয়ে বললেন, “হুমম, তোমার কথাই ঠিক।”

এ কথা শুনে আসামি বলে উঠল, “হুজুর, আমার কিছু কথা ছিল।”

হোজ্জা বললেন, “ঠিকাছে, বলো, তুমি কী বলতে চাও?”

আসামির বক্তব্যও মনোযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন, “হুমম, তোমার কথাও ঠিক।”

হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, “দুইজনের কথাই ঠিক হয় কীভাবে? হয় আসামির কথা ঠিক, না হয় বাদির কথা ঠিক!”

হোজ্জা স্ত্রীর দিকে ফিরে হাসি দিয়ে বললেন, “হুমম, তোমার কথাই ঠিক।”

–সংগৃহীত

দুঃখিত!