হিরা বিজয়

হযরত খালেদ উল্লায়স যুদ্ধ শেষ হওয়ার পর হীরার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন।  হযরত খালেদ (রাঃ) নৌ- পথে হীরায় গিয়ে পৌছেন। হযরত খালেদ (রাঃ) সেখানে গিয়ে পৌছলে সে জায়গার নগর প্রধান পালিয়ে যায়।  তখন হযরত খালেদ (রাঃ) হীরা শহরে গুরুত্বপূর্ণ জায়গা এবং মহল্লা ঘেরাও করে ফেলে এবং হীরার নেতাদেরকে খালিফার নির্দেশিত দাওয়াত প্রদান করেন।

কিন্তু হীরার লোকজন ইসলাম ধর্ম গ্রহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। হীরার লোকজন যখন দেখল যে, মুসলমানদের সাথে যুদ্ধ করার মত শক্তি তাঁদের নেই তখন তাঁরা মুসলমানদের সাথে সন্ধি স্থাপন করে।

 হযরত খালেদ (রাঃ) এর কাছে আমর বিন আবদুল মসীহ এসে সন্ধি সম্পর্কে আলোচনা করে সিধান্ত নেয় যে, তাঁরা এক বছরে ১ লক্ষ ৯০ হাজার দেরহাম জিযিয়া প্রদান করে। এভাবে মুসলমানগণ হীরা নগর বিজয় করলেন।   

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!