হিন্দুভাইয়ের ইসলাম গ্রহণ করার চমকপ্রদ কাহিনী..

এক হিন্দু ভাই প্রমান করলেন ইসলাম-ই
শ্রেষ্ঠ ধর্ম। হিন্দু
ভাইয়ের ইসলাম গ্রহণ করার
চমকপ্রদ কাহিনীঃ পড়ে দেখুন…… চিতার
প্রথা অনুসারে মৃত মায়ের মুখে আগুন দিল
আমার বড় ভাই!!
মায়ের মুখে আগুন ধরিয়ে দিলে মায়ের
কাপড়
সংগে সংগে পুড়ে যায়। যার ফলে সমস্ত
শরীরের যাবতীয় অংগ
প্রত্যংগ
বিশ্রীভাবে ফুটে ওঠে যা বর্ণনাতীত। তখন
আমার
মনে প্রচণ্ড ঘৃণার উদ্রেক হয়।
যিনি জীবনে কখনও অপরকে নিজের
শরীর দেখাননি আজ কিনা মারা যাবার পর
পরিচিত অপরিচিত সবার সম্মুখে এমন
অশ্লীলভাবে তার পবিত্র
শরীরের অবয়ব ফুটে উঠল। এটা কোন্
ধর্ম, এ কেমন অসভ্য
রীতি?
এটা আমার কিশোর মনে দারুণ আঘাত
হানে,ধীরে ধীরে আমি সমস্ত কিছুর ওপর
বীতশ্রদ্ধ হয়ে পড়ি। মনের মধ্যে অনেক
কৌতুহল
দানা বেধে ওঠে। বিভিন্ন ধর্ম
নিয়ে পড়াশুনার এক
পর্যায়ে আমি খেয়াল
করি যে ইসলাম ধর্মে মৃত
ব্যক্তিকে অতি সম্মানের সহিত
(ছেলে বা মেয়ে যেই হোক না কেনো)
কাপড় দিয়ে ঢেকে দাফন
করা হয়। ধীরে ধীরে আমি ইসলামের
আরো অনেক সৌন্দর্যে আকৃষ্ট
হয়ে পড়ি এবং অবশেষে ইসলাম ধর্ম
গ্রহণ
করি। -মো: আশিকুল ইসলাম। এই
ভাইয়ের পুর্ব নাম ছিল জীবন
চক্রবর্তী ,পিতা গৌতম
চক্রবর্তী তারা ছিলেন ব্রাহ্মণ। যশোর
জেলার অধিবাসী!! আলহামদুলিল্লাহ
ভাবতেই ভাল
লাগে আমার ধর্ম ইসলাম!! কত সুন্দর
ইসলাম !! জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত
প্রত্যেকটা ইসলামী ব্যবস্থাপনা কত
নিখুঁত।
আফসোস বিধর্মীরা ইসলাম
ধর্মে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ
করে,আর আমরা মুসলিম
হয়ে ইসলাম কে বুঝিনা। হে আল্লাহ
আমাদেরকে সঠিক দ্বীন বুঝার তৌফিক
দিন। ।। আমিন ।। সংগৃহীত।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!