হারাম সম্পদ দ্বারা দান-খয়রাত
এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ত। মনপ্রাণ উজাড় করে গরীব দুঃখী এবং বিধবা এতিমের দান করতো। এতিম নিঃস্ব অসহায় অনেক ছেলেমেয়ে যাদের বিয়ে করার সামর্থ ছিল না তাদের বিয়ের ব্যবস্থা করত। সে ব্যক্তি হজ্জও করেছিল। একদিন তার মৃত্যু হল। সে যেহেতু কথাবার্তা, আচার-আচারনে অমায়িক ছিল। তাই মহল্লার সকলে তাকে ভালবাসত। তাই তার জানাজায় গ্রামের সবাই উপস্থিত হল। কবর তৈরি করা হল, যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হল, তখনই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। আপনা আপনি কবর বন্ধ হয়ে গেল। এ কি হল? দ্বিতীয় আরেকটি কবর খনন করা হল। যখন লাশ কবরে নামানোর জন্য নেয়া হল, আবার সে কাণ্ড ঘটল, কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরো কয়েক বার হল। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবরে দেওয়া হল।
কবর দেওয়ার প সবাই যখন চলে যাওয়ার জন্য রওয়ানা হল, কয়েক কদম হাটার পর তাদের কাছে এমন অনুভব হল, যেন জমিন জোরে জোরে দুলছে। মানুষ কি ভেবে পেছনে কবরের দিকে তাকাল, তারা যা দেখল তাতে ভয়ে সবাই বেহুঁশ হওয়ার অবস্থা। আহ সে কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য! সবাই বিস্ফোরিত নয়নে দেখল, কবর মধ্যভাগ ফেটে দুই ভাগ হয়ে গেছে। সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ংকার কালো ধোঁয়া বের হচ্ছে এবং কবরের ভিতর থেকে আর্তচিৎকার এবং ভয়ংকার আওয়াজ আসছে। যা সবাই শুনছিল। এ ভয়ংকার অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এ সব অবস্থা থেকে আল্লাহ আমাদের মাফ করুন। এরপর সবাই পেরেশান! এ দৃশ্য আজ তারা দেখল? অথচ হাজী সাহেব কত ভাল মানুষ ছিলেন, দয়ালু, বিনয়ী-দানবীর। এ ভাল মানুষটির জীবনে এমন কি ছিল যার কারণে তার কবরে এমন ভয়ংকর আযাব হচ্ছে?
তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। পিতা-মাতা অনেক পয়সা খরচ করে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময় বড় একটি চাকরি জুতিয়ে নিলেন। ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এ টাকায় তিনি হজ্জ করে হাজী হয়ে গেলেন। আর সমস্ত দান সদকা সবই করতেন এ ঘুষের টাকায়।
দেখুন, এবার হে বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে। যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম বাছবিচার না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ংকর আযাবের কারণ হল আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিল। সাথে কিছু নিতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিতে পারত তাহলে তো সে পরম সৌভাগ্যবান হিসেবে গন্য হত।