হাবিলের মৃত দেহ কি করবে-এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে, অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃত দেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে। মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয়ে সে ভূমি লোনা হয়ে যায়।
হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হিফাযত করাই আল্লাহর ইচ্ছা ছিল। তাই তিনি দুটি কাক পাঠান। কাক দুটি পরষ্পর মারামারির করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ দিয়ে যমীন খুঁড়ে কবরের মত করে তাঁকে মৃত কাকটিকে প্রোথিত করে চলে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে
অর্থঃ অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, তা যমীন খুঁড়তে লাগল। সে নিজ ভাইয়ের মৃতদেহ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল, এ দেখে সে বলল, আমার প্রতি ধিক আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।