হযরত মুহাম্মদ (সাঃ) বললেন, আমি জান্নাতে গিয়ে একটি স্বর্ণ দ্বারা নির্মাণ প্রাসাদ দেখে ফেরেস্তাগণকে জিজ্ঞেস করলাম যে, এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে? তখন ফেরেস্তাগণ বললেন, এটা তৈরি করা হয়েছে হযরত ওমর (রাঃ) এর জন্য।
হযরত মুহাম্মদ (সাঃ) বললেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার আদেশ থাকত তাহলে হযরত ওমর (রাঃ)-ই হত। মুহাম্মদ (সাঃ) সাহাবীগণের সভায় বললেন, একজন জান্নাতী মানুষ তোমাদের মাঝে আগামন করবে অতঃপর হযরত ওমর (রাঃ) আগমন করলেন।
একদা হযরত মুহাম্মদ (সাঃ) আবু বকর সিদ্দীক (রাঃ) কে এক হাতে আরেক হাতে হযরত ওমর (রাঃ) এর হাত ধরে বললেন, কিয়ামতের দিন আমরা তিনজন এভাবেই উঠব।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।