
পিপড়ার ভিসা-পাসপোর্ট সবই আছে, সে প্রতিদিন ইন্ডিয়া যায়। এটা দেখে হাতীর শখ হলো সেও ইন্ডিয়া যাবে, যদিও তার ভিসা-পাসপোর্ট কিছুই নেই। সে পিপড়াকে ধরল, “দোস্ত, আমারও ইন্ডিয়া যাইতে মন চায়।”
পিপড়া বলল, “কোন সমস্যা নেই। চল, ইন্ডিয়া যাই।”
হাতী আর পিপড়া বর্ডার পার করতে যেতে লাগল। এমন সময় বিএসএফ তাদের থামিয়ে দিল। হাতীর ভিসা-পাসপোর্ট দেখতে চাইল। হাতী বলল, “দাদা, আমার তো ওসব কিছু নেই। পিপড়া আমাকে নিয়ে যাচ্ছে। ওর সাথে কথা বলেন।”
পিপড়া এসে হাতীকে দেখিয়ে বলল, “এইবার ইন্ডিয়া গিয়ে লম্বা সময় থাকতে হবে, তাই সাথে করে খাবার নিয়ে যাচ্ছি। খাবারের আবার ভিসা-পাসপোর্ট কি?”