একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিকে একটা হাস উপহার দিলে।নাসিরুদ্দিন ভারি খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালে।
কয়েক দিন পরে মোল্লাসাহাবের কাছে একজন লোক এসে বললে,আপনাকে যিনি হাস দিয়েছেন আমি টার বন্ধু।
নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালেন।
তারপর এল বন্ধুর বন্ধুর বন্ধু।মোল্লাসাহেব তাকেও খাওয়ালে।
তার পর এল বন্ধুর বন্ধুর বন্ধু।মোল্লাসাহেব তাকেও খাওয়ালেন।এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল।আপনি কে?
দরজা খুলে জিজ্ঞাসা করল নাসিরুদ্দিন।আজ্ঞে মোল্লাসাহেব,যিনি আপনাকে হাস দিয়েছেন আমি তার বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধু।
ভেতরে আসুন খাবার তৈরি আছে।অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন,এটা কিসের মাংস
মোল্লাসাহেব?হাঁসের বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধুর,বললে নাসিরুদ্দিন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।