হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) ছোট ছিলেন৷ তখন একদিন তাঁর নানা, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিয়ে খেলছিলেন৷ এক সময় নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হুসাইনকে জিজ্ঞাস করলেন, বলতো কে বড় তুমি না আমি?
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বলেন, নানাজী আমি আপনার চেয়ে বড় ৷ নবীজী বললেন, কিভাবে ?
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন- নানা বলুনতো আপনার পিতার নাম কি ? তিনি বললেন আব্দুল্লাহ৷, হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন আব্দুল্লাহ, তিনিতো সাধারন একজন লোক৷ অথচ আমার আব্বা হলেন আসাদিল্লাহিল গালিব ৷ অর্থাৎ সকল কাফিরদের বিরুদ্ধে বিজয়ী বীর আল্লাহর সিংহ ৷
নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কথা শুনে আশ্চর্য হলেন,
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এরপর বললেন,
নানাজী ! এবার বলুনতো আপনার মায়ের নাম কি? তিনি বললেন আমিনা ৷ হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) আমার মা হচ্ছেন, জান্নাতী নারীদের সর্দার, ফাতিমাতুজ্জাহরা (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) আমার মায়ের মতো মা কি আপনি পেয়েছেন ?
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কথা শুনে আশ্চার্যান্বিত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন ৷ হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এরপর বলেন, নানাজী আরো বলবো কি ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন হ্যাঁ হ্যাঁ বলো ৷
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন, নানাজী এবার বলুনতো আপনার নানার নাম কি ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব ৷
হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) বললেন, আব্দুল ওয়াহাব নামের ব্যক্তিকে কয়জনে চিনে ?
আমার নানা কে আপনি জানেন ? আমার নানাকে পৃথিবীর সবাই চিনে ৷
আমার নানা হচ্ছেন, সায়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৷ আপনি কি পেয়েছেন আমার নানার মতো নানা ?
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হুসাইন (রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু) এর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে আদর করতে লাগলেন৷
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।