গাজীর কবর যেন সুবিশাল ময়দান

হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, আমি একবার হযরত ওমর (রাঃ) কর্তৃক কোন এক জিহাদে প্রেরিত সৈন্যদলভুক্ত ছিলাম। জিহাদ হতে প্রত্যাবর্তন কালে পথিমধ্যে আমার এক সাথীর মৃত্যু হয়। তাঁকে তথায় দাফন করার পর এক ব্যক্তি বলে উঠলোঃ এখানকার মাটি মৃত্যুকে কিছুতেই গ্রহণ করছে না। মাটি তাঁকে বার বার ঠেলে বের করে দিচ্ছে। আমার মনে হয় এখান থেকে অন্ততপক্ষে এক মাইল দূরে অন্য কোন স্থানে নিয়ে দাফন করলে ভাল হয়।

তাঁর কথা শুনে আমরা তৎক্ষণাত উক্ত কবর খুলে তথা হতে তক্তা অপসারণ করে দেখলাম, সদ্য দাফনকৃত লাশটি আর উক্ত কবরে নেই। সেখানে তখন জ্যোতির্ময় দিগন্ত বিস্তৃত অতি মনোরম এক সুবিশাল ময়দান পরিদৃষ্ট হচ্ছিল। (সুবহানাল্লাহ)

গাজীর কবর যেন সুবিশাল ময়দান

হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, আমি একবার হযরত ওমর (রাঃ) কর্তৃক কোন এক জিহাদে প্রেরিত সৈন্যদলভুক্ত ছিলাম। জিহাদ হতে প্রত্যাবর্তন কালে পথিমধ্যে আমার এক সাথীর মৃত্যু হয়। তাঁকে তথায় দাফন করার পর এক ব্যক্তি বলে উঠলোঃ এখানকার মাটি মৃত্যুকে কিছুতেই গ্রহণ করছে না। মাটি তাঁকে বার বার ঠেলে বের করে দিচ্ছে। আমার মনে হয় এখান থেকে অন্ততপক্ষে এক মাইল দূরে অন্য কোন স্থানে নিয়ে দাফন করলে ভাল হয়।

তাঁর কথা শুনে আমরা তৎক্ষণাত উক্ত কবর খুলে তথা হতে তক্তা অপসারণ করে দেখলাম, সদ্য দাফনকৃত লাশটি আর উক্ত কবরে নেই। সেখানে তখন জ্যোতির্ময় দিগন্ত বিস্তৃত অতি মনোরম এক সুবিশাল ময়দান পরিদৃষ্ট হচ্ছিল। (সুবহানাল্লাহ)

আরো পড়তে পারেন...

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…