হযরত শায়েখ মুহাম্মদ আলী হাকীম তিরমিজি (রঃ) – পর্ব ৩

হযরত শায়েখ মুহাম্মদ আলী হাকীম তিরমিজি (রঃ) – পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন  

হযরত মুহাম্মদ আলী (রঃ) যৌবনে ছিলেন অসাধারণ রূপবান। আর এক তরুণী তাঁর প্রেমে পড়েন। কিন্তু তিনি তাঁর দিকে ফিরেও তাকালেন না। একদিন তরুণী পরিপাটি বেশভূষায় সজ্জিত হয়ে তাঁর কাছে গিয়ে দাঁড়ালেন। হযরত মুহাম্মদ আলী (রঃ) তখন একা, এক নির্জন বাগানে। তরুণীকে দেখে তিনি দৌড়ে পালালেন। তরুণীও ছুটলেন। তার পেছনে পেছনে। কিন্তু তাঁকে ধরতে পারলেন না। দীর্ঘ চল্লিশ বছর পর বার্ধক্যে পোঁছে হঠাৎ এ দৃশ্যটি তাঁর হৃদয়পটে উদ্ভাসিত হয়। আর মনে এমন একটি ইচ্ছা জাগে, যা অসঙ্গতই বলা চলে। অর্থাৎ তাঁর মন বলে উঠল, কেন যে সেদিন অতখানি কঠিন হল, হতভাগিনীর মনের আশা মিটিয়ে পরে না হয় তওবা করে নিতাম।

পরক্ষণে তাঁর চৈতন্যোদয় হল। ছিঃ ছিঃ, এসব তিনি কী ভাবছেন! আর আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন। সে কান্না চলল তিন দিন ধরে। তিনি বার বার আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা বলেন, প্রভু গো, আমার মনের এই পাপ লিপ্সা থেকে আমাকে রক্ষা করুন। এ অপরাধ ক্ষমা করুন। তৃতীয় দিন রাত্রে তিনি স্বপ্ন দেখেন, রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে বলছেন, আপনি কষ্ট পাবেন না। যতদিন যাচ্ছে, ততই অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অতএব, এ যুগে পবিত্র থাকার গুরত্ব অপরিসীম।

সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া

হযরত শায়েখ মুহাম্মদ আলী হাকীম তিরমিজি (রঃ) – শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!