হযরত শাহ গুজা কেরমানী (রঃ) – পর্ব ৩ পড়তে এখানে ক্লিক করুন
তখন হযরত সিরজানী (রঃ) অন্তত একটি মেহমান পাঠাবার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আর একটু পরে এখানে এল একটা কুকুর। তিনি কুকুরটিকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অদৃশ্য শব্দ শোনা গেল, তুমি নিজে মেহমানের জন্য প্রার্থনা করলে, মেহমান পাঠালাম অথচ তাকে তাড়িয়ে দিলে।
একথা শুনে বিচলিত হয়ে তিনি কুকুরের সন্ধানে ছুটলেন। অনেক খোঁজার পর অদূরবর্তী এক বনে কুকুরটি পাওয়া গেল এবং তার সামনে খাবার ধরে দেওয়া গল। কিন্তু কুকুরটি তার দিকে ফিরেও তাকালো না। তখন হযরত সিরজানী (রঃ) নিজের কাজের জন্য তওবা করলেন।
এবার কুকুর বলে ওঠে, তুমি তওবা করে উত্তম কাজ করেছ। আল্লাহর দরবারে মেহমানের জন্য প্রার্থনা না করে তুমি যদি চক্ষুষ্মান হওয়ার প্রার্থনা করতে, তাহলে তা ঠিক হতো। জেনে রাখ, তুমি যদি হযরত শাহ গুজা যে রাঁধে সে চুলও বাঁধে-এর মাজার শরীফ ছাড়া অন্য কোন জায়গায় এরকম অশিষ্টাচার ও ধৃষ্টতা দেখাতে, তাহলে অবশ্যই তুমি কঠিন বিপদে পড়তে।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া
হযরত শাহ গুজা কেরমানী (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।