হযরত যুনযুন মিসরী (রঃ)- পর্ব ১৪
হযরত যুনযুন মিসরী (রঃ) – পর্ব ১৩ পড়তে এখানে ক্লিক করুন
তাঁর কয়েকটি উপদেশঃ
১। এমন সহৃদয় লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন কর, যে সুখে-দুঃখে সর্বাবস্থায় তোমার শরীক থাকে। এমনকি তুমি তার সাথে বিপরীত ভাব দেখালেও সে তোমার সাথে তা দেখায় না।
২। যতক্ষণ না মানুষের মধ্যে পাঁচটি বস্তু দেখা যায়, ততক্ষণ সে জান্নাতের দাবী করতে পারে না। যেমন-
ক) সৎপথে অবিচল থাকা,
খ) জ্ঞান পরিচালনার দ্বারা কর্মপন্থা করা,
গ) প্রকাশ্যে-গোপনে উভয় অবস্থায় আল্লাহর ধ্যান করা,
ঘ) মৃত্যুর কথা স্মরণে রেখে পরকালের সম্বল অর্জনে ব্রতী হওয়া,
ঙ) রোজ কিয়ামত আসার আগেই নিজের আমলের হিসাব-নিকাশ করা।
৩। মানুষের মনে আল্লাহর ভয়ের নমুনা হল-আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় না করা। আর দুনিয়ার নিরাপদ সে ব্যক্তি, যে কারও সাথে বাক্যালাপ করে না।
৪। অতীত ও ভবিষ্যত নিয়ে চিন্তা করার দরকার নেই। আর যা হবে তা দেখা যাবে। তা নিয়ে এখনই চিন্তা করে কোন ফল নেই। বরং বর্তমানকে মূল্যবান মনে করে তাকে কাজে লাগানোই হল বিজ্ঞতার পরিচয়।
৫। যাঁরা যেকোন বস্তু অপেক্ষা আল্লাহকে অধিক পছন্দ ও ভালোবাসেন, আল্লাহ তাঁদেরকে বেশী ভালোবাসেন। আর তাঁরাই হল প্রকৃত সুফী।
৬। কোন এক লোক বললেন, হুযুর, আমি আপনাকে বন্ধুরুপে গ্রহণ করেছি। তিনি বললেন, যদি আল্লাহকে চিনে থাক, তোমার জন্য তিনিই শ্রেষ্ঠ বন্ধু। তবে যদি আল্লাহর পরিচয় না পেয়ে থাক, তাহলে এমন লোকের সঙ্গে পরিচয় কর, যিনি আল্লাহর পরিচয় জানেন। তিনিই তোমাকে আল্লাহর পথ দেখিয়ে দেবেন।
অবশেষে একদিন চিরাচরিত বিধান অনুযায়ী তাঁর জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এল। তাঁকে জিজ্ঞেস করা হল, আপনার মনের ইচ্ছা কি? তিনি বললেন, ক্ষণিকের জন্য হলেও আমার প্রভুকে জেনে নেওয়া। অতঃপর তিনি একটি প্রেমের গান আবৃত্তি করলেন। প্রভু গো! আপনার ভয় আমাকে রোগা করেছে।
আপনাকে দেখার ইচ্ছা আমাকে জীবিত রেখেছে।
আপনার প্রেম বাসনা আমাকে দুর্বল করেছে।
প্রভু আমার! মূলতঃ আপনিই আপনার করূণা ও জ্ঞান দ্বারা আমাকে জীবিত রেখেছেন।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া