হযরত যায়িদ (রাঃ) -১৪পর্ব

হযরত যায়িদ (রাঃ) -১৩পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

কোনো হাদীস সহীহ হলে এবং সে সম্পর্কে তাঁর নিকট কেউ জিজ্ঞেস করলে তিনি সমর্থন জানাতেন। একবার হযরত আবু সা’ঈদ খুদরী (রাঃ) স্বৈরাচারী উমাইয়্যা শাসক মারওয়ানের সামনে সাহাবীদের মর্যাদা বিষয়ে একটি হাদীস বর্ণনা করেন।

মারওয়ান বললেন—

“আপনি অসত্য বলছেন।”

যায়িদ ইবন সাবিত ও রাফে ইবন খাদীজা (রাঃ) মারওয়ানের পাশে মঞ্চে বসে ছিলেন। আবু সা’ঈদ মারওয়ানকে বললেন—

“আপনি তাঁদের কাছে জিজ্ঞেসা করতে পারেন।”

মারওয়ান তা না করে আবু সা’ঈদকে মারার জন্য ছুরি তুলে ধরেন। তখন এই দুই মহান সাহাবী আবু সা’ঈদের কথা সত্য বলে সমর্থন জানালেন।

হযরত যায়িদ (রাঃ)-এর অধিকাংশ হাদীস সরাসরি রাসূলুল্লাহ (সাঃ) থেকে বর্ণিত। তাছাড়া তিনি আবু বকর, উমার ও উসমান (রাঃ) থেকে বর্ণিত হাদীসও বর্ণনা করেছেন।

হাদীস শাস্ত্রে তাঁর ছাত্রদের তালিকা অনেক দীর্ঘ। তাঁর কাছে যাঁরা হাদীস শুনেছেন এবং তাঁর সূত্রে বর্ণনা করেছেন, এমন কয়েকজন বিখ্যাত সাহাবী ও তাবেঈনের নাম এখানে উল্লেখ করা হলো।

ইবন আব্বাস, ইবন উমার, আনাস ইবন মালিক, আবু হুরাইরা, আবু সা’ঈদ খুদরী, সাহল ইবন হুনাইফ, সাহল ইবন সা’দ, আবদুল্লাহ ইবন ইয়াযীদ আল-খুতামী—এরা সকলেই সাহাবী।

সা’ঈদ ইবন মুসাইয়্যাব, কাসেম ইবন মুহাম্মদ, আবান ইবন উসমান, খারেজা ইবন জায়িদ (যায়িদের ছেলে এবং মীনার সপ্ত ফুকাহার একজন), সাহল ইবন আবী হাসামা আবু আমার, মারওয়ান ইবন হাজম, ইবাইদ ইবন সাব্বাক, আতা ইবন ইয়াসার, বুসর ইবন সা’ঈদ, হাজার আল-মুদরী, তাউস, উরওয়া ইবন যুবাইর, সালমান ইবন জায়িদ, সাবিত ইবন উবাইদ, উম্মু সা’দ (যায়িদের স্ত্রী)—এছাড়া আরো অনেকে।

হযরত জায়িদ (রাঃ) থেকে বর্ণিত হাদীসের সংখ্যা তুলনামূলকভাবে কম, মাত্র ৯২ (বিরানব্বই) টি। এর মধ্যে পাঁচটি মুত্তফাক আলাইহি হাদীস। হাদীস বর্ণনার ক্ষেত্রে অতিমাত্রায় সতর্কতা অবলম্বনের কারণে তাঁর হাদীসের সংখ্যা এত কম হয়েছে। অন্যথায়, অধিকাংশ সময় তিনি রাসূলুল্লাহর (সাঃ) দরবারে উপস্থিত থাকতেন, বহু হাদীস শোনার এবং বহু ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্যও অর্জন করেছিলেন।

এত কম হাদীস বর্ণনার মূল কারণ হলো, রাসূলুল্লাহর (সা) একটি সতর্কবাণী। এই বানীই তাঁর মত আরও অনেককে হাদীস বর্ণনার ক্ষেত্রে সংযমী করে তুলেছে। মুহাম্মদ ইবন সা’দ তাঁর তাবাকাতে আনসারদের তৃতীয় তাবকায় তাঁকে উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা জাহাবী তাঁর তাজকিরাতুর হাফ্ফজ গ্রন্থে প্রথম তাবারয়কে নিয়ে আলোচনা এনেছেন।

হযরত যায়িদ (রাঃ) -১৫পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!