হযরত যায়িদ (রাঃ) -১২পর্ব

হযরত যায়িদ (রাঃ) -১১পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

ইবনুল আসীরের মতে, তিনি সাহাবা সমাজের মধ্যে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন।

হযরত আবদুল্লাহ ইবন মাসউদের (রাঃ)-এর অন্যতম শ্রেষ্ঠ ছাত্র, মাসরুক ইবন আজাদা বলেন—

“আমি রাসূলুল্লাহর (সা)-এর সাহাবাদের মধ্যে ইলম ও জ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তাঁদের সকালের জ্ঞানের সমাবেশে উমার, আলী, আবদুল্লাহ, মুয়াজ, আবুদ দারদা ও যায়িদ ইবন সাবিত এই ছয়জনের মধ্যে ছিলেন।”

তিনি আরও বলেন—

“আমি দীনায় গিয়ে রাসূলুল্লাহর (সাঃ)-এর সাহাবীদের সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলাম, যায়িদ ইবন সাবিত রাসেখুনা ফিল ইলম এর অন্যতম ব্যক্তি।”

ইসলাম যে সকল জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে, ইলমে কিরাআতে হযরত যায়িদ (রাঃ)-এর মেধা বিশেষ উল্লেখযোগ্য। এ শাস্ত্রে হযরত যায়িদের পণ্ডিত্য স্বীকার করতেন সাহাবায়ে কিরাম ও তাবেঈনের প্রতিটি ব্যক্তি।

ইমাম শী’বীর মত শ্রেষ্ঠ বিদ্বান তাবেঈ বলেন—

“যায়িদ ইলমে ফারায়েজ এবং ইলমে কুরআনসহ সকল ক্ষেত্রে সাহাবীদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।”

পবিত্র কুরআনের সঙ্গে হযরত যায়িদের (রাঃ)-এর গভীর সম্পর্কের প্রমাণ পাওয়া যায় তাঁর ইসলাম গ্রহণের সময়ের ঘটনার মাধ্যমে। মাত্র এগারো বছর বয়সে তিনি ১৭টি সূরা হিফজ করেন। পরবর্তীতে অবশিষ্ট সূরাগুলোও হিফজ করেন।

জীবনের অধিকাংশ সময় কুরআন লেখালেখি ও মুখস্থ করার মধ্যেই অতিবাহিত হয়। রাসূলুল্লাহর (সাঃ)-এর নিকট যতটুকু ওহী নাযিল হতো, তিনি তা জেনে লিখে নিতেন এবং মুখস্থ করতেন। এভাবে, রাসূলুল্লাহর (সাঃ)-এর জীবদ্দশায় গোটা কুরআন তাঁর মুখস্থ হয়ে যায়।

কাতাদা বলেন—

“চারজন, তাঁদের সবাই আনসার: উবাই ইবন কা’ব, মুয়াজ ইবন জাবাল, যায়িদ ইবন সাবিত ও আবু যায়িদ।”

এ কারণে, খলীফা আবু বকর (রাঃ) যখন কুরআন সংগ্রহের সিদ্ধান্ত নেন, তখন এই দায়িত্ব পালনের জন্য যায়িদকে (রাঃ) নির্বাচিত করেন। পরে খলীফা উসমান (রাঃ) যখন কুরআনের কপি তৈরি করান, তখনও এ কাজে হযরত যায়িদের (রাঃ)-এর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য মনে করা হয়েছিল।

হযরত উবাই ইবন কা’ব (রাঃ) ছিলেন কুরআনের পঠকদের নেতা। হযরত উমার (রাঃ) যায়িদকে তাঁরও ওপর প্রাধান্য দিতেন।

হযরত যায়িদ (রাঃ) -১৩পর্ব -পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!