যখন নবীজীর বয়স ছয় বছর তখন তাঁর মাতা হযরত আমেনা (রাঃ) শিশু মুহাম্মাদকে নিয়ে স্বামী আবদুল্লাহর কবর যিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন। ধাত্রী উম্মে আইমানকে তিনি সাথে নিয়ে যান। মাসাধিক কাল যেখানে অবস্থান করার পর ফেরার পথে মোকামে আবাওয়া নামক স্থানে পৌঁছালে মাতা আমেনা রোগাক্রান্ত হয়ে পড়েন। জীবনের আশা ত্যাগ করেন।
মুমূর্ষ জননীর শিহরে বসে আছেন। মাতা আমেনা বালক মুহাম্মাদের কোমল চেহারার প্রতি তাকায়ে ব্যথিত অন্তরে এবং বিদীর্ণ বক্ষে এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন। পরিশেষে নীল আকাশের নিঃসঙ্গ শামিয়ানা তরে এতীম শিশুকে একাকী ফেলে শেষ নিঃসঙ্গ ত্যাগ করেন।
হযরত আমেনাকে আবাওয়াতেই দাফন করা হল। ধাত্রী উম্মে আইমানের সাথে বালক মুহাম্মাদ মক্কায় পৌঁছালেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।