হযরত মুহাম্মদ (সাঃ)-এর দ্বিতীয়বার বক্ষ বিদারণ

দ্বিতীয়বার বক্ষে বিদারণ হয়েছে নবীজীর দশ বছর বয়সের সময়। তিনি এক ময়দানে চলতেছিলেন এমন সময় দ’জন ফেরেস্তা এসে তাঁকে শোয়ায়ে ফেলেন। তাঁর পেট ফেড়ে সোনার পেয়ালায় আনিত পানি দ্বারা একজন তাঁর পেটের অভ্যন্তর ভাগ ধুয়ে পরিস্কার করলেন এবং অপরজনকে বললেন, তাঁর কলব হতে হিংসা বিদ্বেষ ও ঘৃণ্য স্বভাব বের করে ফেল। হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন, তারাও এবারেও  আমার কলব হতে কিছু জমাট রক্ত করে ফেলেন এবং তার মধ্যে তৈলাক্ত পদার্থ রেখে তার উপর এক প্রকার চুর্ন ছিটায় দেন। তাঁর অন্তরে দয়া ও স্নেহ ঢেলে দেয়া হল।

অতঃপর আমার বৃদ্ধাঙ্গুলী ধরে তারা বললেন, আপনি শান্তিতে থাকুন। হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন, তখন হতে আমার অন্তরে আল্লাহর মাখলুকের জন্য এক অপূর্ব দয়া ও স্নেহ অনুভব করতে লাগলাম।

যে দু’জন ফেরেস্তা এসেছিলেন তাদের একজন ছিলেন হযরত জিব্রাইল (আঃ) এবং অপরজন ছিলেন হযরত মিকাইল (আঃ)। নবীজী বলেন, তাদের চেহারার ন্যায় নূরানী চেহারা এবং খোশবুদার আমি দেখিনি।  

হযরত মুহাম্মদ (সাঃ)-এর তৃতীয়বার  বক্ষ বিদারণ ঘটনা পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।