হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) – পর্ব ২৬

হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) – পর্ব ২৫ পড়তে এখানে ক্লিক করুন

ইন্তেকালঃ

হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারেফতের গভীর গহীন পথে দুরূহ সাধনার নিমগ্ন থেকে অবশেষে একদিন প্রিয় মাশুকের সঙ্গে মিলিত হবার জন্য উন্মুক্ত হয়ে পড়েন। আর মাশুকও তাঁর পরম প্রিয়জনকে নিজের কাছে নেবার জন্য ডাক পাঠালেন সে ডাকে সাড়া দিয়ে তিনিও তাঁর অগণিত শুভানুধ্যায়ীকে পেছনে ফেলে রেখে ১৩৪ হিজরী সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বায়েক বলে তাঁর কাছে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোনা যায়, মৃত্যু আসন্ন হলে আল্লাহ্‌ আল্লাহ্‌ বলে তিনি যিকিরে মগ্ন হন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয়ঃ

হে প্রভু! আজীবন আমি আপনার নাম স্মরণ করেছি উদাসীন-ভাবে। আর এখন, এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণ থেকে উদাসীন রয়েছি। আমি চরম অকৃতজ্ঞ। জানি না, আপনার সঙ্গে মিলিত হবার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা।

তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করছেন, তখন তাঁর পবিত্র আত্মা ধীরে ধীরে পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল।

হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) – শেষ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!