তাঁর উপদেশাবলীঃ
১। আমি অন্তত ত্রিশ জন দরবেশের সান্নিধ্যে এসেছি। তাঁরা দুনিয়াদার লোকদের থেকে দূরে থাকার ও স্বল্পাহারের উপদেশ দিয়েছেন।
২। দুর্বল রোগীর পানাহার বন্ধ করে দিলে রোগী যেমন প্রাণ হারায়, তেমনি যে হৃদয়কে জ্ঞান-বিজ্ঞান ও সাধকগণের পবিত্র বাণী আলোচনা থেকে বঞ্চিত করা হয়, সে হৃদয় মরে যায়।
৩। একবার এক সংসার বিরাগীকে তিনি জিজ্ঞেস করেন, আল্লাহর দিকে যাওয়ার পথ কী? বিরাগী মানুষটি বলেন, তোমার বিবেকের প্রতি আক্ষেপ। তুমি যেদিকে তাকাবে, সেদিকেই তাঁকে দেখবে।
৪। আহলে মারেফত সে ব্যক্তি, যিনি কথা বলার সময় আল্লাহর তরফ থেকেই বলেন। কাজ করার সময় আল্লাহর জন্যই করেন। কোন কিছু চাইবার কালে আল্লাহর কাছেই চান।
৫। নিজের কামনার পরিবর্তে যিনি আল্লাহকে গ্রহণ করেন, তাঁর প্রতি আল্লাহর খুশী প্রকাশিত হয়। তাঁর নফসের বিরুদ্ধে আল্লাহর বন্ধুত্ব প্রকাশ পায়। আর তিনি প্রকৃতই আল্লাহ প্রেমিক হন।
হযরত ফতেহর মৃত্যুর পর স্বপ্নযোগে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরুপে আচরণ করলেন? তিনি জবাব দেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বেশী কাঁদতে কেন? আমি জবাব দিলাম, নিজের পাপের জন্য এতো কাঁদতাম। আমার কথা শুনে আল্লাহ বললেন, কিন্তু আমি তো লেখককে বলে দিয়েছিলাম, সে যেন কোন মন্দ আমল না লেখে। আর এ নির্দেশ কেবল তোমার কান্নাকাটির কারনেই দিয়ে ছিলাম।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া
হযরত ফাতেহ মুসেলী (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।