হযরত আবুল আলিয়াহ (রহঃ) বলেছেনঃ হযরত নূহ (আঃ) এর নৌকা ছাড়ার সময়, নৌকার পিছন দিকে শয়তানকে উপস্থিত থাকতে দেখে, হযরত নূহ (আঃ) বলেন, তুই ধ্বংস হ! তোরই কারণে ডাঙার মানুষেরা ডুবে মরেছে! তুই ওদের সর্বনাশ করেছিস।
ইবলীস বলে আমি কি করতে পারি?
হযরত নূহ (আঃ) বলেন, তুই তওবা কর।
ইবলীস বলে, তাহলে আপনি আল্লাহর কাছে জেনে দেখুন যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি না।
তো হযরত নূহ (আঃ) তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে, ও যদি আদমের কবরে সাজদা করে, তাহলে ওর তওবা কবুল হতে পারে। হযরত নূহ (আঃ) শয়তানকে বলেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে।
শয়তান বলে, কিভাবে? হযরত নূহ (আঃ) বলেন, আদমের কবেরে তোকে সাজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকে আমি সাজদা করিনি, এখন মরা আদম কে কিভাবে সাজদা করতে পারি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।