হযরত দাউদ (আঃ)-এর জ্যৈষ্ঠ পুত্র সলুমের হত্যার ঘটনা-শেষ পর্ব
শাহী নির্দেশ ব্যর্থ হওয়ায় সলুম অনেকটা দমে গেলেন। প্রধান উজির ছিলেন অতিশয় জ্ঞানী ও বিচক্ষণ। তিনি সলুমকে বুঝিয়ে বললেন, হে যুবরাজ! পিতা ও পুত্রের মাঝে এমন কি পার্থক্য পিতা বাদশাহ হলে তা কি পুত্রের বাদশাহী নয়? পিতার মর্যাদা ও গৌরব, পুত্রের মর্যাদা ও গৌরবের নামান্তর। তা ছাড়া পিতার পদমর্যাদা, গৌরব সবকিছুই পুত্রের জন্য অবধারিত। অতএব চিন্তার কোন কারণ নেই। বিশেষতঃ আপনি বাদশাহর জ্যৈষ্ঠ পুত্র।
প্রধান উজির এরুপভাবে বুঝিয়ে এবং প্রবোধ দিয়ে সলুম কর্তৃক অধিকৃত শাহী পদ হতে তাঁকে পদত্যাগ করাল। অতঃপর হযরত দাউদ (আঃ) পুনরায় বাদশাহের আসনে অধিষ্ঠিত হলেন।
যুবরাজ সলুম পিতার শাহী তখতে আরোহণ করার সাথে সাথে পিতার সাথে স্বীয় আচরণজনিত কারণে অত্যন্ত ভীত সঙ্কিত হয়ে পড়ল। সলুমের মনে ভয় হচ্ছিল যে, তাঁর পিতা তাঁর অন্যায় আচরণের শাস্তি স্বরূপ তাঁকে হত্যা করে ফেলবে। এ ভয়ের কারণে সে রাজ দরবার ও পিতার সহচর্য পরিত্যাগ করে আত্নগোপন করল।
পুত্রের এরূপ আচরণে হযরত দাউদ (আঃ) মনের শান্তি হারিয়ে ফেললেন। তিনি তাঁর ভ্রাতুস্পুত্র ইউয়াবকে নির্দেশ দিলেন যে, তুমি যেভাবে হয় পুত্র সলুমকে সন্ধান করে আমার নিকট হাজির কর। তাঁকে আমার পক্ষ হতে নিরাপত্তা এবং নির্ভরতার প্রতিশ্রুতি দিও। তবেই তার অন্তর হতে ভয়-ভীতি দূর হয়ে যাবে। সাবধান তুমি তার সাথে কোনরূপ দুর্ব্যবহার করবে না। যদি এরূপ কিছু প্রকাশ পায়, তা হলে তজ্জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে।
হযরত দাউদ (আঃ)-এর হুকুম অনুসারে ইউয়ার সলুমের অনুসন্ধান করতে লাগল এবং বহু তল্লাসির পর তাঁকে খুঁজে বের করে হযরত দাউদ (আঃ)-এর নির্দেশ অমান্য করে তরবারীর এক আঘাতে তাঁকে হত্যা করে ফেলল।
প্রিয় পুত্র সলুম ইউয়াবের দ্বারা এরূপ নিষ্ঠুরভাবে নিহত হওয়ায় হযরত দাউদ (আঃ) দুঃখে, শোকে একেবারে ভেঙ্গে পড়লেন। তার ইচ্ছা হল, তখনই তিনি ইউয়াবের হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নিবেন। কিন্তু সৈন্যবাহিনীতে ইউয়াবের অত্যন্ত প্রভাব ছিল বিধায় তখনকারমত ইউয়াবের হত্যা স্থগিত রাখলেন। হযরত সোলাইমান (আঃ) ইউয়াবকে হত্যা করে তাঁর ভ্রাতৃ হত্যার বদলা নিয়েছিলেন।
হযরত দাউদ (আঃ)-এর জ্যৈষ্ঠ পুত্র সলুমের হত্যার ঘটনা-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন