হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়াতী পরীক্ষা-পর্ব ২

 হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়াতী পরীক্ষা-পর্ব ১

সে হযরত ছোলায়মান (আঃ) এর বৃহৎ ক্ষতি সাধনের নিমিত্ত সুযোগ খোঁজ করছিল।  সে যখন দেখল হযরত ছোলায়মান (আঃ) এর মূল্যবান আংটি বাঁদির নিকট রেখে সে হাম্মামখানায় গিয়েছে তখন আংটি টি হস্তগত করার ফন্দি তাঁর মাথায় এল। তখন সে যাদুর বদৌলতে  দ্রুত  নিজরুপ পরিবর্তন করে হযরত ছোলায়মান (আঃ) এর রুপ গ্রহন করে বাঁদির নিকট গিয়ে আংটি চাইল।  বাঁদি তাঁর দিকে দৃষ্টি করে দেখল হযরত ছোলায়মান (আঃ) নিজেই আংটি ফেরত চাচ্ছে। তখন সে বিনা দ্বিধায় আংটি তাঁর হাতে তুলে দিল।  শকরা আংটিটি নিজ হাতে পরে সোজা গিয়ে শাহেন শাহের সিংহাসন বলস। সিংহাসনের সকল কর্মচারি শাহান শাহের আগমনে সংকিত হয়ে দাড়িয়ে সম্মান প্রদর্শন করল। 

শকরা ইতোপূর্বে হযরত ছোলায়মান (আঃ) কি ভাবে রাজ্য পরিচালনা করত তা দেখেছে।  সে রকম ভাবে সে রাজ্য পরিচালনা আরম্ভ করে দিল।  সকল দেও, পরী, জীন, ইনছানেরা পূর্বের ন্যায় শাহান শাহের আজ্ঞাবহ হিসাবে কাজ করে যেতে লাগল। কিছু সময় পরে হযরত ছোলায়মান (আঃ) হাম্মাম খানা থেকে বেরিয়ে বাঁদির নিকট আংটি চাইল।  বাঁদি তাঁর দিকে অনেক ক্ষন তাকিয়ে থেকে বলল, দেখ দেখ শাহান শাহের ন্যায় অবিকল চেহারার এক ব্যক্তি এসে আমার নিকট আংটি চাইছে।  সকলে এসে দেখল হুবুহু শাহান শাহের ন্যায় দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে বাঁদির নিকট আংটি চাইছে। 

তখন সকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল বলল, এখনই নিজ পথ দেখ, না হয় ভুত ছাড়িয় দেব। হযরত ছোলায়মান (আঃ) বললেন, আমি তোমাদের বাদশা ছোলায়মান। যে ব্যক্তি সিংহাসনে বসা আছে সে ধোঁকাবাজ। এ কথা শুনে লোকেরা আরও চটে গেল। দু’চার টা কিল ঘুসি তাঁর উপর পড়ল এবং সকলে তাকে রাজধানির বাইরে চলে যেতে বলল, অন্যথায় তাকে বিপদগ্রস্ত হতে হবে জানিয়ে দিল। বিশেষ করে যদি শাহান শাহের এ নকল ব্যক্তি খবর জানতে পারেন তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিবেন তাতে সন্দেহ নেই। হযরত ছোলায়মান (আঃ) অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। কি করবেন কিছু স্থির করতে পারছে না। এক পর্যায়ে তিনি সিংহাসনে গিয়ে উঠলেন। অনেকে তাকে দেখে বিব্রত বোধ করল। 

হযরত ছোলায়মান (আঃ) এর নবুয়াতী পরীক্ষা-পর্ব ৩

You may also like...

দুঃখিত, কপি করবেন না।