হযরত ছালেহ (আঃ) এর বংশ পরিচয়

হযরত ছালেহ (আঃ) ছামুদ সম্প্রদায়ের লোক। তিনি স্বীয় সম্প্রদায়ের জন্য নবী হয়ে আগমন করেছিলেন। তাঁর বংশ পরস্পরা সম্পর্কে তাফসীরকারকদের একাধিক অভিমত পাওয়া যায়। প্রসিদ্ধ হাফেজে হাদীস ইমাম বগবী (রহঃ) বলেন যে, হযরত ছালেহ (আঃ) এর বংশ পরস্পরা নিম্নরূপ। হযরত ছালেহ (আঃ) পিতার নাম ওবায়েদ। পিতামহের নাম আসিব। আসিবের পিতার নাম মাসেহ। মাসেহের পিতার নাম ওবায়েদ। ওবায়েদের পিতার নাম হাদের। আর হাদের হল ছামুদের পুত্র। প্রসিদ্ধ তাবেয়ী ওহাব বিন মোনারা হযরত ছালেহ (আঃ) এর বংশ পরক্রমা নিম্নরূপ বর্ণনা করেছেন। হযরত ছালেহ (আঃ) এর পিতার নাম ওবায়েদ। পিতামহের নাম জাবের। আর জাবের হল ছামুদের পিত্র।

মোহাক্কেক ওলামাগণ বলেন যে, যদিও আল্লামা বগবী হযরত ওহাব বিন মোনব্বার অনেক পরের লোক। অধিকন্ত ওহাব বিন মোনাব্বা তৌরাত সম্পর্কে অধিক অভিজ্ঞ। কিন্তু হযরত ছালেহ (আঃ) এর বংশ পরস্পরা সম্পর্কে বর্ণনায় তাঁর অভিমত অধিক শুদ্ধ। উভয়ের বর্ণনায় পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে, ছামুদ হযরত ছালেহ (আঃ) উর্ধ্বতন বংশধর। তাঁর সম্প্রদায় ছামুদের নামেই প্রসিদ্ধ লাভ করেছে। ছামুদ হতে উপরের দিকের বংশ পরস্পর নিম্নরূপ। ছামুদের পিতার নাম আমের। আমেরের পিতার নাম ইরাম।

ইরাম হল সাম বিন নূহ (আঃ) এর পুত্র। উভয় বর্ণনা হতে প্রমানিত হয় যে, হযরত ছালেহ (আঃ) হযরত নূহ (আঃ) এর বংশধর। আর ছামুদ সম্প্রদায় সাম বিন নূহের গোত্রের একটি শাখা। তাদেরকে দ্বিতীয় আদ সম্প্রদায়ও বলা হয়। প্রথম আদ সম্প্রদায়ের উপর আযাব অবতীর্ণ হওয়ার পর হযরত হুদ (আঃ) এর সাথে যারা আযাব হতে পরিত্রাণ পেয়েছিল পরবর্তী সময় তারাই দ্বিতীয় আদ সম্প্রদায়ের বা ছামুদ সম্প্রদায় নামে পরিচিত হয়েছে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।