হযরত ওমর (রাঃ) এর বিচার বিভাগ

হযরত ওমর (রাঃ) এর যুগে বিচার বিভাগ সংস্কার সাধন ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় ব্যাপার। হযরত ওমর (রাঃ) সর্বপ্রথম বিচার বিভাগ কে শাসন বিভাগের আওতাভুক্ত করে একটি আলাদা বিভাগে রূপান্তরিত করলেন। পূর্বে বিচার বিভাগের কার্যাবলি সম্পাদন করতেন গভর্নর নিজে। 

এর পর খলিফা হযরত ওমর (রাঃ) এ বিচার ব্যবস্থাকে কাযীর উপর দায়িত্ব অর্পণ করলেন।  এরপর হতে কাযীর উপর প্রাদেশিক গভর্নর কোন কর্তৃত্ব থাকল না। পবিত্র কুরআন এবং সুন্নাহ সম্পর্কে যে সব মুসলমানদের আগাত জ্ঞান ছিল তাঁদের সততা সম্পর্কে কোন সন্দেহ ছিল না। এ জন্য খলিফা হযরত ওমর (রাঃ) মজলিশ উশ-শুরা’র মতামত নিয়ে কাযী নিয়োগ করতেন। 

তাঁদেরকে উচ্চহারে বেতন দেওয়া হত। এ কারণে যে, যাতে তাঁর উৎকোচ নিতে প্রলুব্ধ না হয়। বিচারের ক্ষেত্রে বিচারককে পবিত্র কুরআনের নিয়মাবলি মেনে চলত। কুরআন বা সুন্নাহর সুষ্পষ্ট নিয়ম বা নির্দেশ যেখানে ছিল না সে জায়গায় ইজাম অথবা শিক্ষিত মুসলমানদের মতামত অনুসারে বিচার করতেন।   

You may also like...

দুঃখিত, কপি করবেন না।