হযরত ঈসা (আঃ) এর এনতাকিয়া শহরে দূত প্রেরণ-পর্ব ১

এনতাকিয়া নামের একটি প্রসিদ্ধ শহর।  হযরত ঈসা (আঃ) এনতাকিয়াবাসীদের হেদায়েতের জন্য এনতাকিয়াতে দূত প্রেরণের সিধান্ত গ্রহন করেন।  তিনি যাদেরকে তথায় প্রেরণ করেছিলেন তাঁরা হযরত ঈসা (আঃ) এর দূত ছিলেন।  তাঁরা সংখ্যায় ছিল তিন জন।  তাঁদের নাম যথাক্রমে সাদিক, সুদুক ও শামুল।  অন্য এক তথ্যে আছে যে তৃতীয়জনের নাম শামউন।  কুরআনে তাঁদের কে রাসুল বলা হয়েছে।  রাসুল আরবী শব্দ। এর অর্থ হল প্রেরিত।  যেহেতু তাঁরা হযরত ঈসা (আঃ) এর প্রেরিত ছিলেন তাই তাদেরকে রাসুল বলে আখ্যায়িত করা হয়েছে। 

সর্ব প্রথম সাদিক ও সুদুককে প্রেরণ করা হয়। তৎকালে এনতাকিয়া শহরবাসীরা শিরক ও কুফরে লিপ্ত ছিল।  স্বহস্তে গড়া প্রতিমা পূজা তাঁদের মজ্জাগত ব্যাপার ছিল শহরে শেষ প্রান্তে হাবিব বিন ইসমাইল নামের এক ব্যক্তি বসবাস করত। পেশাগত ভাবে সে ছিল সুত্রধর।  সে হাবিব নাজ্জার নামে প্রসিদ্ধ।  নাজ্জার শব্দের অর্থ সুত্রধর।  হাবিব  নাজ্জার কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল।  সে স্বীয় ঘরে থেকে তাঁদের মনগড়া মাবুদের কাছে রোগ মুক্তির জন্য প্রার্থনা করতেছিল।  এভাবে তাঁর সত্তুর বসর অতিবাহিত হয়ে গেল।  কিন্তু সে রোগ মুক্ত হচ্ছে না। 

হযরত ঈসা (আঃ) এর প্রেরিত লোকদ্বয় এনতাকিয়া শহরের নিকট পৌঁছলেন। তখন তাঁরা দেখতে পেলেন যে, একজন লোক মাঠে ছাগল চরাচ্ছে। তাঁরা তাঁকে ছালাম দিলেন। সে ব্যক্তি তাঁদের কে জিজ্ঞেস করল, আপনারা কে? কোথা হতে এসেছেন? তাঁরা বললেন, আমরা হযরত ঈসা (আঃ) এর প্রেরিত দূত। তোমাদের নিকট এসেছি তোমাদের কে সৎ পথে আসার জন্য আহবান করতে।  তোমরা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে পড়েছ।  অথচ প্রতিমা পূজা করা শিরক। সকল মানুষের জন্য আল্লাহ পাকের এবাদত করা একান্ত কর্তব্য। 

তোমাদের প্রতিমা পূজা হতে  বিরত করে আল্লাহ পাকের এবাদাত করার জন্য দাওয়াত দেয়ার উদ্দেশ্য আমরা এখানে এসেছি। ঐ ব্যক্তি বলল, আপনারা প্রকৃত মাবুদের পক্ষে হতে আমার পক্ষে আপনাদের নিকট কোন নিদর্শন আছে কি? তাঁরা বললেন, হ্যাঁ, আমাদের নিকট এর খুব শক্ত নিদর্শন রয়েছে, তা হল- আমরা কঠিন রোগে আক্রান্ত রোগী, জন্মগত ভাবে অন্ধ, বোবা এবং শ্বেত রোগীকে আল্লাহ আপাকের রহমতে সুস্থতা দান করতে পারি। ঐ লোকটি বলল, আমার এক পুত্র সত্তুর বছর যাবত রোগ গ্রস্থ। কোন চিকিৎসায় বা আমাদের প্রতিমা পূজায় কোন ফল পাচ্ছি না।  তাহলে আপনারা আমার পুত্রের চিকিৎসা করুন। সে তাঁদের উভয় কে তাঁদের সাথে নিয়ে স্বীয় হাবিব নাজ্জার এর নিকট আসল , তাঁরা তাঁর পুত্রের মাথায় হাত বুলালেন সাথে সাথে সে তাঁৎক্ষনাৎ সুস্থ হয়ে গেল। 

এতে খুশী হয়ে সে ও তাঁর ছেলে উভয়ে ঈমান গ্রহণ করল।  অতঃপর তাঁরা শহরে প্রবেশ করল।  ধীরে ধীরে তাঁদের সুস্থতার কথা সমস্ত শহরে ছড়িয়ে পড়ল। শহরে বিভিন্ন স্থান হতে অসুস্থ ব্যক্তিরা তাঁদের নিকট আসতে লাগল। আল্লাহ পাকের রহমতে তাঁরা সকলেই সুস্থ হল। তখন এনতাকিয়া শহরের বাদশা নাম ছিল এনতিখাস। তাঁদের কথা ধীরে ধীরে বাদশার কানেও পৌঁছল। বাদশা তাঁদের কে দরবারে ডেকে আনল এবং জিজ্ঞেস করল, তোমরা কে? কোথা থেকে এখানে আগমন করেছ? তাঁরা বললেন, আমরা হযরত ঈসা (আঃ) এর দূত।  তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। বাদশাহ বলল, কেন পাটিয়েছেন? তাঁরা বললেন, হে বাদশা আপনারা এমন জিনিসের পূজা করছেন যার দেখা বা শুনার কোন ক্ষমতা রাখে না।

হযরত ঈসা (আঃ) এর এনতাকিয়া শহরে দূত প্রেরণ-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।