হযরত ইব্রাহীম ইবনে দাউদ রুকী (রঃ) – শেষ পর্ব

হযরত ইব্রাহীম ইবনে দাউদ (রঃ)-এর তত্ত্বপূর্ণ কথাগুলো হচ্ছেঃ

১. মারেফাত সত্যের সমর্থক।

২. আল্লাহ্‌র কুদরত প্রকাশ্য এবং মানুষের চোখও খোলা। কিন্তু দৃষ্টিশক্তি যে নেই।

৩. আল্লাহ্‌র সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হল তাঁর এবাদাত-বন্দেগী পছন্দ করা ও আল্লাহ্‌র নবীর অনুসরণ করা।

৪. রিপুর লালসা দমনে যে অক্ষম সে দুর্বলতর মানুষ। আর যে সক্ষম সে সর্বাপেক্ষা শক্তিশালী।

৫. সাহস অনুসারে মানুষের মূল্য নির্ধারিত হয়। অবশ্য সে সাহস পার্থিব কর্মে নয়। সে সাহস অর্থহীন। আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য যে সাহস দেখাতে পারে সেই সাহসই আসল সাহস। এ ধরনের সাহসীদের মূল্য অসীম, অফুরিন্ত।

৬. আল্লাহ্‌র প্রতিশ্রুতির দৃঢ় নিশ্বাস রেখে তাতে সুখী হওয়ার নামই তাওয়াক্কুল।

৭. আল্লাহ্‌ যার যা ভাগ্য নির্দিষ্ট করেছেন, যেভাবেই হোক তার কাছে তা পৌঁছে যাবেই। কোন সন্দেহ নেই।

৮. বেশী চাইলেই দুঃখ কষ্ট বরণ করতে হবে।

৯. দরবেশগণের আল্লাহ্‌ নির্ভরতাই যথেষ্ট। আর ধনীদের নির্ভরতা ধনের ওপর।

১০. যতক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র ওপর তোমার এতটুকু সন্দেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র দরবারে তোমার ঠাই হবে না।

১১. যে ব্যক্তি আল্লাহ্‌ ছাড়া অন্য কোন স্থান থেকে ইজ্জতের আশা রাখে, সে ইজ্জত লাভের বদলে বেইজ্জত হয়ে যায়।

১২. হযরত ইব্রাহীম (রঃ) বলেন, আমি দু’টি জিনিসই পছন্দ করি। একটি হল দরিদ্রের সংস্পর্শ। আর অন্যটি হল আল্লাহ্‌র ওলীদের সম্মান প্রদর্শন করা।

সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া  

হযরত ইব্রাহীম ইবনে দাউদ রুকী (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

হযরত ইব্রাহীম ইবনে দাউদ রুকী (রঃ) – শেষ পর্ব

হযরত ইব্রাহীম ইবনে দাউদ (রঃ)-এর তত্ত্বপূর্ণ কথাগুলো হচ্ছেঃ

১. মারেফাত সত্যের সমর্থক।

২. আল্লাহ্‌র কুদরত প্রকাশ্য এবং মানুষের চোখও খোলা। কিন্তু দৃষ্টিশক্তি যে নেই।

৩. আল্লাহ্‌র সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হল তাঁর এবাদাত-বন্দেগী পছন্দ করা ও আল্লাহ্‌র নবীর অনুসরণ করা।

৪. রিপুর লালসা দমনে যে অক্ষম সে দুর্বলতর মানুষ। আর যে সক্ষম সে সর্বাপেক্ষা শক্তিশালী।

৫. সাহস অনুসারে মানুষের মূল্য নির্ধারিত হয়। অবশ্য সে সাহস পার্থিব কর্মে নয়। সে সাহস অর্থহীন। আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য যে সাহস দেখাতে পারে সেই সাহসই আসল সাহস। এ ধরনের সাহসীদের মূল্য অসীম, অফুরিন্ত।

৬. আল্লাহ্‌র প্রতিশ্রুতির দৃঢ় নিশ্বাস রেখে তাতে সুখী হওয়ার নামই তাওয়াক্কুল।

৭. আল্লাহ্‌ যার যা ভাগ্য নির্দিষ্ট করেছেন, যেভাবেই হোক তার কাছে তা পৌঁছে যাবেই। কোন সন্দেহ নেই।

৮. বেশী চাইলেই দুঃখ কষ্ট বরণ করতে হবে।

৯. দরবেশগণের আল্লাহ্‌ নির্ভরতাই যথেষ্ট। আর ধনীদের নির্ভরতা ধনের ওপর।

১০. যতক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র ওপর তোমার এতটুকু সন্দেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র দরবারে তোমার ঠাই হবে না।

১১. যে ব্যক্তি আল্লাহ্‌ ছাড়া অন্য কোন স্থান থেকে ইজ্জতের আশা রাখে, সে ইজ্জত লাভের বদলে বেইজ্জত হয়ে যায়।

১২. হযরত ইব্রাহীম (রঃ) বলেন, আমি দু’টি জিনিসই পছন্দ করি। একটি হল দরিদ্রের সংস্পর্শ। আর অন্যটি হল আল্লাহ্‌র ওলীদের সম্মান প্রদর্শন করা।

সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া  

হযরত ইব্রাহীম ইবনে দাউদ রুকী (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…