হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-৩য় পর্ব

হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন  

 সে নূরের উজ্জলতায় রাজকন্যা আকৃষ্ট হলেন। এবং এক নাগাড়ে বেশ কিছু সময় তাঁর প্রতি তাকিয়ে রইলেন। অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাজটি হযরত ইব্রাহীম (আঃ) এর মাথায় পড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল। সহচারী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হযরত ইব্রাহীম (আঃ)- কে তুলে নিয়ে গেল। এবং রাজকন্যার আদেশে তাঁকে উত্তমরূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানায় নিয়ে গেল।

রাজার নিকট খবর পৌছাল তাঁর কন্যা বর পছন্দ করেছেন। একথা শুনে রাজা ঘোষণা দিলেন, অল্প সমায়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে। অতএব সকলকে রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দাও । রাজ ঘোষণার ফলে অল্প সমায়ের মধ্যে রাজ দরবার লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বায়জি ও খাদ্য পরিবেশগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হল। মহা ধুম-ধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হল। হযরত ইব্রাহীম (আঃ)- কে রাজকীয় পোশাক-পরিচ্ছেদে সজ্জিত করা হল। তাঁকে দেখলে মনে হয় যেন ফেরেস্তার চেহারা। এত রূপ কোন মানুষের থাকা সম্ভব নয়। ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করল রাজকন্যা যথাযোগ্য বর পছন্দ করেছেন।

ইতোমধ্যে রাজা তাঁর কন্যা ও নতুন দুলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলে অভিবাদন জানালেন। গায়ক বাদ্য বাজনা সহকারে গান আরম্ভ করে দিল। বায়জি অভিবাদন জানালেন। গায়ক বাদ্য বাজনা সহকারে গান আরম্ভ করে দিল। বায়জি অভিনব ভঙ্গীতে নাচ শুরু করল। আনন্দ স্ফুতিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল। ইতোমধ্যে হযরত ইব্রাহীম (আঃ)- তাঁর ভাবী শ্বশুর, রাজ রাজাধিরাজের নিকট পৌঁছে বললেন, মহাত্নন! আমি একজন মুসলমান, আমার বিবাহ ইসলামী পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয়। অতএব দয়াপূর্বক গান বাজনা  ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব। রাজা ইব্রাহীমের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, তোমরা আপাতত নাচ গান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা কর । পরে আনন্দ ফূর্তি করা যাবে। রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে বিবাহের কার্যাবলী সমাধা করা হল। প্রচুর খাদ্য সামগ্রী দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হল। এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হযরত ইব্রাহীম (আঃ)- এর বিবাহ কার্য সমাধা করা হল।

সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত ইব্রাহীম (আঃ)-এর বিবাহ-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।