হযরত ইদ্রীস (আঃ) এর গায়ের রঙ বাদামী ছিল। তিনি দীর্ঘ অবয়ব বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী ছিলেন। পেট প্রশস্ত আর বক্ষদেশ ছিল চওড়া। তাঁর দেহের পশম ছিল খুব কম। কিন্তু মাথার কেশরাজি ছিল খুব ঘনা। তিনি অপরুপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তাঁর মুখমন্ডলে ছিল এক প্রকার আকর্ষণীয় ভাব। তার শরীরে ছিল শুভ্র দাগ। কিন্তু তা শ্বেত রোগের কারণে নয়। তাঁর বাহুদ্বয় ছিল সুদৃঢ়। দেহের প্রত্যেকটি হাড় খুব মজবুত। চমৎকার উজ্জ্বল দু’টি নয়ন। সুতরাং তাঁর শারিরীক বর্ণ, গঠন ও অপরূপ মুখমন্ডল মিলে তাঁর দেহে লাবণ্যের ছাপ ফুটে উঠত।
তিন্তি ভারসাম্য রক্ষা করে কথা বলতেন। তিনি স্পষ্টভাষী ছিলেন। তিনি অধিকাংশ সময় চুপচাপ থাকা পছন্দ করতেন। চলার সময় নীচের দিকে দৃষ্টি রেখে পথ চলতেন। চিন্তা এবং গবেষণায় তিনি ছিলেন অভ্যস্ত। রাগান্নিত হলে চেহারা মোবারক লাল হয়ে যেত। কথা বলার সময় তর্জনী আঙ্গুলী দ্বারা বার বার ইশারা করতে অভ্যস্ত ছিলেন।
সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী। তৃতীয় খন্ড
হযরত ইদ্রীস (আঃ) এর নামকরণ ও জন্মের ইতিহাস পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।