হযরত ইদ্রীস (আঃ) এর শারীরিক গঠন

হযরত ইদ্রীস (আঃ) এর গায়ের রঙ বাদামী ছিল। তিনি দীর্ঘ অবয়ব বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী ছিলেন। পেট প্রশস্ত আর বক্ষদেশ ছিল চওড়া। তাঁর দেহের পশম ছিল খুব কম। কিন্তু মাথার কেশরাজি ছিল খুব ঘনা। তিনি অপরুপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তাঁর মুখমন্ডলে ছিল এক প্রকার আকর্ষণীয় ভাব। তার শরীরে ছিল শুভ্র দাগ। কিন্তু তা শ্বেত রোগের কারণে নয়। তাঁর বাহুদ্বয় ছিল সুদৃঢ়। দেহের প্রত্যেকটি হাড় খুব মজবুত। চমৎকার উজ্জ্বল দু’টি নয়ন। সুতরাং তাঁর শারিরীক বর্ণ, গঠন ও অপরূপ মুখমন্ডল মিলে তাঁর দেহে লাবণ্যের ছাপ ফুটে উঠত।

তিন্তি ভারসাম্য রক্ষা করে কথা বলতেন। তিনি স্পষ্টভাষী ছিলেন। তিনি অধিকাংশ সময় চুপচাপ থাকা পছন্দ করতেন। চলার সময় নীচের দিকে দৃষ্টি রেখে পথ চলতেন। চিন্তা এবং গবেষণায় তিনি ছিলেন অভ্যস্ত। রাগান্নিত হলে চেহারা মোবারক লাল হয়ে যেত। কথা বলার সময় তর্জনী আঙ্গুলী দ্বারা বার বার ইশারা করতে অভ্যস্ত ছিলেন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী। তৃতীয় খন্ড

হযরত ইদ্রীস (আঃ) এর নামকরণ ও জন্মের ইতিহাস পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।