হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-৩য় পর্ব
হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
হযরত ইয়াকুব (আঃ)-এর পত্র পেয়ে একখানি উত্তর লিখে দিলেন এবং সে সাথে সেখানে অবস্থানরত ছেলেদের নিকটে ও পত্র দিলেন। সে পত্রে লিখা ছিল তোমরা হতাশ হয়োও না। আজিজ মেছেরের নিকট গিয়ে বেনিয়ামিনের মুক্তির জন্য পুনরায় আবেদন কর এবং সেই সাথে দেশের মানুষের হাহাকার নিবৃত্তির জন্য কিছু খাদ্য শস্য চেয়েও নিও।
এ পত্রের মর্মানুসারে ইয়াহুদ আজিজ মেছেরের দরবারে পৌঁছে পুনরায় বেনিয়ামিনের মুক্তির জন্য আবেদন জানাল। যথেষ্ট অনুনয় বিনয় করল। সে বলল, হুজুর! আমরা গরীব দেশের মানুষ, বর্তমানে দুর্ভিক্ষের কঠিন ছোবলে মানুষ হাহাকার করে মরছে। তাঁদের আর্তনাদের ভয়াবহতায় আমাদেরকে অত্যন্ত আতঙ্কগ্রস্ত করে তুলছে। তাঁর উপর আমাদের ভাইদের বিচ্ছেদ কতখানি পীড়াদায়ক তা আপনাকে বুঝিয়ে বলা শক্ত। দ্বিতীয়ত আমাদের বৃদ্ধ পিতা এক ভাইয়ের বিরহে অন্ধ হয়েছেন এখন তাঁর উপর দ্বিতীয় ভাইয়ের বিরহে হয়ত তিনি উন্মাদ হয়ে যাবেন। তাই আপনার দরবারে আবেদন করার জন্য পিতা বারবার বিশেষভাবে বলেছেন। তাই আপনার খিদমতে হাজির হয়েছি। দয়া করে ওকে মুক্তি দিন এবং দুর্ভিক্ষের করাল গ্রাস থেকে ইয়ামেনবাসীকে উদ্ধারের লক্ষে কিছু খাদ্য শস্য দিন।
ইয়াহুদ বিনীত কণ্ঠে আরো বলল, হে মহামান্য আজিজ মেছের! আপনার যদি আমাদের মধ্য থেকে কাউকে রাখতে হয় তবে আমাকে রাখুন। আমি প্রাপ্ত বয়স্ক মানুষ। আপনার সকল হুকুম আমি যথাযথ পালন করব। কিন্তু বেনিয়ামিন ছোট মানুষ তাঁর দ্বারা আপনার সকল কাজ সমাধা হওয়া সম্ভব নয়। প্রয়োজন হলে আমাদের সকলকে বন্দী করে রেখে ওকে একবার পিতার দর্শনদানের সুযোগ দিন।
হযরত ইউসুফ (আঃ) ভাইদের কথা শুনে বললেন, তোমরা দ্বিতীয়বার আমার সঙ্গে সাক্ষাত কর। ভাইয়েরা হযরত ইউসুফ (আঃ)-এর কথায় খুব আশ্বস্ত হল। তাঁরা ভাবল হয়ত তিনি বেনিয়ামিনকে মুক্তি দিবেন। তাই সকলে খুশিমনে মেহমান খানায় গিয়ে বিশ্রাম নিল।
হযরত ইউসুফ (আঃ) বেনিয়ামিনকে রাজকীয় পোশাকে সজ্জিত করলেন। মাথায় স্বর্ণের তাজ পরিয়ে দিলেন। থাকার জন্য এক বিরাট অট্টালিকা দিলেন। আনন্দে ভ্রমণের জন্য ঘোরসওয়ার একদল সৈন্য দিলেন। আরো যা যা প্রয়োজন তাঁর কিছুই আর বাকী রাখলেন না। এমনকি প্রতিদিন বিকালে নিজের সঙ্গে নিয়ে রাজমহলের বাইরে বেড়াতে যান। বেনিয়ামিন সর্বদা একটু দুশ্চিন্তায় কাটাতেন। কিভাবে ভাইয়ের খবর পিতাকে দিবেন। তাই এত আনন্দের মধ্যে ও তাঁর মুখমণ্ডলে বিমর্ষের একটি চিহ্ন বিরাজ করত। একদিন হযরত ইউসুফ (আঃ) বেনিয়ামিনকে জিজ্ঞেস করলেন, বেনিয়ামিন তোমার মুখমণ্ডল সর্বদা বিমর্ষ থাকে কেন? বেনিয়ামিন অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ভাইজান আপনার নিকট গোপন করা ঠিক নয়। আমার বিমর্ষ থাকার কারণ একটাই, তাহল আপনার জিন্দা থাকা এবং এই জলুস সম্পূর্ণ জীবনযাত্রার সংবাদটুকু পিতাকে না পৌঁছান পর্যন্ত আমার মুখের বিমর্ষতা দূরীভূত হবে না। হযরত ইউসুফ (আঃ) বললেন, ঠিক আছে আমি অতি সত্বর পিতাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি।
সূত্রঃ আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী
হযরত ইউসুফ (আঃ) এর সৎ ভাইদের যুদ্ধ-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন