দূরদর্শী ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর (রাঃ) । হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপস্থিতিতে আরবের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছিল । তিনি কঠোর হস্তে সেসব দমন করলেন । সে সময়ে তাঁর মত বিচক্ষণ লোক যদি খলিফা পদে অধিষ্ঠিত না থাকতেন তবে সুবিধাবাদীর দল ইসলাম ধর্মের বহু ক্ষতি করে ফেলত । খলিফা আবু বকর (রাঃ) ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুসলমানদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন ।
একজন ইংরেজ ঐতিহাসিক হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আবু বকর (রাঃ)-এর সম্পর্কে লিখেছেন, “হযরত মুহাম্মদ (সাঃ) যদি সজ্জন এবং প্রকৃত পয়গম্বার না হতেন তবে আবু বকর (রাঃ)-এর মত একজন জ্ঞানী এবং তত্ত্বদর্শী ব্যক্তির পরিপূর্ণ বিশ্বাস এবং বন্ধুত্ব লাভ তাঁর ভাগ্যে ঘটত না । হযরত আবু বকর (রাঃ)-এর চারিত্রের দিঢ়টা ব্যাপারে তিনি ওপর একস্থানে লিখেছেন, ‘হযরত আবু বকর (রাঃ)-এর মত একজন সবল ও বলিষ্ঠশালী ব্যক্তি সে সময়ে আরবের খলিফা পদে না থাকলে বেদুঈনগণ ইসলামের মর্যাদা নষ্ট করে তাকে ধূলিস্যাৎ করতেন । এমন কি, শেষ অবধি ইসলাম ধর্ম ধনশপ্রাপ্ত হত ।’ বর্তমান যুগের পন্ডিত লোকেরাও মনে করেন যে, হযরত আবু বকর (রাঃ)-এর গৃহীত পদক্ষেপগুল ইসলামের রক্ষা কবজ হিসেবে কাজ করেছিল ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।