হযরত আবু বকর (রাঃ) কর্তৃক বিদ্রহীদের দমন
দূরদর্শী ও বিজ্ঞ ব্যক্তি ছিলেন হযরত আবু বকর (রাঃ) । হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপস্থিতিতে আরবের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দিয়েছিল । তিনি কঠোর হস্তে সেসব দমন করলেন । সে সময়ে তাঁর মত বিচক্ষণ লোক যদি খলিফা পদে অধিষ্ঠিত না থাকতেন তবে সুবিধাবাদীর দল ইসলাম ধর্মের বহু ক্ষতি করে ফেলত । খলিফা আবু বকর (রাঃ) ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মুসলমানদের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন ।
একজন ইংরেজ ঐতিহাসিক হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আবু বকর (রাঃ)-এর সম্পর্কে লিখেছেন, “হযরত মুহাম্মদ (সাঃ) যদি সজ্জন এবং প্রকৃত পয়গম্বার না হতেন তবে আবু বকর (রাঃ)-এর মত একজন জ্ঞানী এবং তত্ত্বদর্শী ব্যক্তির পরিপূর্ণ বিশ্বাস এবং বন্ধুত্ব লাভ তাঁর ভাগ্যে ঘটত না । হযরত আবু বকর (রাঃ)-এর চারিত্রের দিঢ়টা ব্যাপারে তিনি ওপর একস্থানে লিখেছেন, ‘হযরত আবু বকর (রাঃ)-এর মত একজন সবল ও বলিষ্ঠশালী ব্যক্তি সে সময়ে আরবের খলিফা পদে না থাকলে বেদুঈনগণ ইসলামের মর্যাদা নষ্ট করে তাকে ধূলিস্যাৎ করতেন । এমন কি, শেষ অবধি ইসলাম ধর্ম ধনশপ্রাপ্ত হত ।’ বর্তমান যুগের পন্ডিত লোকেরাও মনে করেন যে, হযরত আবু বকর (রাঃ)-এর গৃহীত পদক্ষেপগুল ইসলামের রক্ষা কবজ হিসেবে কাজ করেছিল ।