হযরত আবু বকর (রাঃ) এর চারিত্রিক স্বভাব
আবু বকর সিদ্দীক (রাঃ) নিরব জীবন যাপন করতে বেশি পছন্দ করতেন। তিনি পার্থিব উন্নতি এবং মর্যাদা পছন্দই করতেন না। আবু বকর সিদ্দীক (রাঃ) খুবই সাদা-সিধে গরিবের মত জীবন-যাপন করতে ভালবাসতেন। তিনি এন্তেকালের পূর্ব পর্যন্ত কোন কাজ পবিত্র কুরআনের বিরুদ্ধে করেন নি। তাঁর সব চেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাকওয়া।
তিনি যদি ভুলবশত কোন খারাপ কর্ম করা হয়েছে বলে মনে হত তাহলে তিনি তাঁর একটা বিহীত না করা পর্যন্ত সান্তনা পেতেন না। একদা হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর গোলাম তাঁকে কিছু খাবার দিল। তাঁর খাওয়া দাওয়া শেষ করে সে তাঁর গোলাম কে বলল, এটা সে ফাল’ দেখার বিমিময়, যা ইসলামের পূর্বকালে দেখে আপনি আমাকে উত্তর দিয়েছিলেন। তখন তিনি বললেন, আমি ফাল দেখার নিয়ম জানতাম না।
এমনটিই সাধারণত তাঁকে বলেছিলাম, যার বিনিময় সে আমাকে এ খাবার আদায় করে। তিনি গলার মধ্যে আগুল দিয়ে বমি কর বললেন, হারাম খাদ্যে পালিত দেহের ঠিকানা হবে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) যে কোন কারণে একবার রেগে ওমর (রাঃ) কে কঠিন ভাষায় কথা বলেছিলেন।
এরপরে তিনি মনে মনে লজ্জাবোধ করে হযরত ওমর (রাঃ) কে ডেকে এনে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিলেন। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এর গায়ের রং ছিল ফর্সা মধ্যমাকৃতির দেহ ও পাতলা গড়ন, দেখতে খুবই দুর্বল ছিল। তাঁর মুখমণ্ডলে ততটা মাংস ছিল না। কপাল ছিল চওড়া আর চোখ কিছুটা ভিতরের দিকে ছিল। তিনি মাথার চুলের মাঝে মেহেদী ব্যাবহার করতেন।