হযরত আবু আমর যুজাজী (রঃ)
হযরত আবু আমর যুজাজী (রঃ) একজন প্রথম সারির সাধক। অধ্যাত্ম জ্ঞান সাধনায় তিনি ছিলেন উচ্চ মর্যাদার অধিকারী। অলৌকিক ক্ষমতারও অধিকারী ছিলেন। দরবেশগণ তাঁকে বড় ভালোবাসতেন। তিনি হযরত ওসমান (রঃ)-এর শিষ্য। মার্ভ শহরে আগত আবু ওসমান (রঃ)-এর শিষ্যদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। হযরত জুনায়েদ (রঃ)-এর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়। শেষ জীবনে তিনি মক্কা শরীফে চলে যান আর সেখানেই অবস্থান করেন। ৩৮১ হিজরীতে মক্কা শরীফেই এই মহাসাধকের মৃত্যু হয়।
কথিত আছে, তিনি একদিন হযরত আবুল কাশেম নসরবাদী (রঃ)-এর সঙ্গে এক মারেফতী গজলের আসরে উপস্থিত ছিলেন। তিনি হযরত আবুল কাশেম (রঃ)-কে প্রশ্ন করেন, আপনি গজল শোনেন কেন? আবুল কাশেম (রঃ) বলেন, বসে বসে পরনিন্দা করা ও শোনার চেয়ে তো এটি উত্তম। হযরত আবু আমর (রঃ) বলেন, আদবের ও শরীয়তের শর্তের বাইরে যদি একটি ত্রুটিও ঘটে, তবে তা যে শত বছরের পরনিন্দার চেয়েও জঘন্য হবে।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া