হযরত আবু আমর (রঃ)- এর উপদেশগুলি খুবই মূল্যবান। তিনি বলতেনঃ
১। দাস যতক্ষণ পর্যন্ত তার আমলকে অহমিকা মুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি দাস হতে পারে না।
২। যে ব্যক্তি যথা সময়ে ফরজ নামায আদায় করে না, আল্লাহ তার জন্য ফরজের স্বাদ গ্রহণ হারাম করে দেন।
৩। কোন কাজে প্রবৃত্তির সন্তোষ বান্দার পক্ষে বিপদের কারণ।
৪। নিজেকে যে গৌরাবান্বিত মনে করে, তার দ্বারা সহজেই পাপ হতে পারে।
৫। ভিত্তি যার ভালো, তার পরিণতিও ভালো।
৬। যিনি নিজের সম্মান উপেক্ষা করতে পারেন, তাঁর পক্ষে সংসার বিরাগী ও দুনিয়ার লোকের প্রতি পিঠ ফেরানো খুব সহজ।
৭। যিনি আল্লাহর কাজে অবিচল, তাঁর পিঠ কখনও বাঁকা হয় না। আবার আল্লাহ থেকে যে ব্যক্তি বেঁকে যান, তিনি কখনও সোজা হতে পারেন না।
৮। যার মন ও চিন্তা পবিত্র, তাঁর কথাও পবিত্র হয় এবং কাজও হয় পরিষ্কার।
৯। আল্লাহর দরবারে তাঁর মারেফাতের সম্মান কতখানি, এটা যিনি জানতে চান, তাঁর উচিত এবাদত ও ধর্মাচরণে তাঁর ভয় কতটুকু তা লক্ষ্য রাখা।
১০। আল্লাহ ছাড়া আর কারও সাথে বন্ধুত্ব স্থাপন ভয়ের কারণ।
১১। আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা নির্ভরতার সর্বনিম্ন স্তর।
১২। আল্লাহর আদেশ-নিষেধ পালনে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা একান্ত জরুরী।
সূত্রঃ তাযকিরাতুল আউলিয়া
হযরত আবু আমর নাখীল (রঃ) – পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।