হযরত আদম (আঃ) – এর বিবাহ-১ম পর্ব

হযরত আদম (আঃ)-এর সিংহাসনখানি আল্লাহ তায়ালার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হয় । সেখানে হযরত আদম (আঃ)-কে পূর্ণ স্বাধীনভাবে চলা, থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল । হযরত আদম (আঃ) বেহেস্তের অফুরন্ত নেয়ামতের মধ্য থেকে দিনরাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটতেন । বেহেস্তের হুর- গেলমানেরা তাঁকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন । কিন্তু হযরত আদম (আঃ) কোন কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না । শুধু ইবাদত বন্দেগী ও নিরবে বসে সময় কাটিয়ে দিতেন ।

প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না । তিনি বেহেস্তের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন । তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন । আল্লাহ তায়ালা এ বিষয় অবগত ছিলেন । তাই একদিন তিনি জিব্রাইল (আঃ)-কে আদম (আঃ)-এর নিকট প্রেরণ করলেন । জিব্রাইল (আঃ)-কে আদম (আঃ)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম বেহেস্তে আপনার কি রকম লাগছে । উত্তরে আদম (আঃ) বললেন, সবই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, হুল-গেলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য ।

তবু ও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি । যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারব না । আপনি আল্লাহ তায়ালার নিকট থেকে জেনে নিবেন এটা কিসের অভাব অনুভব করছি । জিব্রাইল (আঃ) বললেন , হ্যাঁ আমি আপনার এ অভাবের খবর জানি । আল্লাহ তায়ালা আমাকে এ আভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন । আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি । এ বলে জিব্রাইল (আঃ) সেদিনের মত চলে গেলেন ।

পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল (আঃ) আল্লাহ তায়ালার নির্দেশক্রমে হযরত আদম (আঃ)-এর ঘুমন্ত অবস্থায় তাঁর নিকট এসে বিনা অস্ত্রপাচারে কুদরতি কায়দায় তাঁর বাম পাঁজরের একখানি হাড় বের করে নিলেন । অতপর উহার উপর রক্ত, মাংস ও চামড়ার আবারন দিয়ে সজোরে ফুঁক দিলেন । অমনি  এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল । অতপর তিনি দ্বিতীয় বার তাঁর মুখে ফুঁক দিলেন অমনি তাঁর রুহ শরীরে প্রবিষ্ট হল । তৃতীয় বার তিনি যখন আর একটি ফুঁক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন ।  

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত আদম (আঃ)  এর বিবাহ-২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!