হযরত আদম(আঃ) এর পার্থিব জীবন-৫ম পর্ব

হযরত আদম(আঃ) এর পার্থিব জীবন-৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

হযরত আদম (আঃ) ও বিবি হাওয়া পুত্র শোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিব্রাইল (আঃ) তাঁদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তখন হযরত আদম (আঃ) ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাঁকে বিনা জানাজায় অমুক স্থানে দাফন করেছে। তখন হযরত আদম (আঃ) হাবিলের কবর দেখার জন্য আবেদন জানাল। জিব্রাইল (আঃ) তখন হযরত আদম (আঃ) ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হযরত আদম (আঃ) ও হাওয়া তাঁর জানাজা পড়লেন। তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্র বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন।

একদা জিব্রাইল (আঃ) এসে হযরত আদম (আঃ)-কে বললেন, মৃত লাশ এভাবে রাখা আল্লাহ তায়ালার বিধান নয়। অতএব আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। হযরত আদম (আঃ) ও হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে আর একবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে এক পাশে হাবিলের লাশ দাফন করেন।

হযরত আদম (আঃ)-এর তৃতীয় বারের পুত্র সন্তানের নাম ছিল হযরত শীশ (আঃ)। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে নেককার ব্যক্তি। তিনি নবুয়তী লাভ করেছিলেন। হাবিলের পরে হযরত শীশ (আঃ) ছিলেন পিতা-মাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম (আঃ)-এর বৃদ্ধ বয়সে সর্বদা তাঁর নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হযরত আদম (আঃ) সকল সন্তানকে তাঁর জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে যে যা পারল তা নিয়ে আসল। কিন্তু শীশ (আঃ) কিছুই আনলেন না। তখন হযরত আদম (আঃ) বললেন, শীশ তুমি কোন ফল নিয়ে আসলে না ? হজরত শীশ বললেন, আব্বাজান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদ বিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি কিছুই আনি নি। এছাড়া আপনি একজন অদ্বিতীয় নবী। আপনি যদি বেহেস্তী ফল খেতে আশা করেন এবং আল্লাহ তায়ালার নিকট পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তায়ালা আপনার জন্য বেহেস্তী ফল প্রেরণ করবেন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

হযরত আদম(আঃ) এর পার্থিব জীবন-৬ষ্ঠ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।