হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেনঃ ইবলীস একবার হযরত আইয়ুবের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনাদের উপর এমন বিপদ কি করে এল? হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আল্লাহর কুদরতে। শয়তান বলে, আপনি আমার পিছনে পিছনে আসুন বিপদ থেকে উদ্ধারে একটা উপায় বের করে দিচ্ছি।
সুতরাং আইয়ুবের স্ত্রী ভালো মানুষ রুপী শয়তানের পিছনে পিছনে যান। শয়তান তাঁকে একটা মাঠে নিয়ে গিয়ে (তাদের হারানো) সমস্ত সম্পদ-সম্পত্তি জড়ো করে দেখায়। তারপর বলে আপনি আমাকে কেবল একবারই সাজদা করুন, আমি এসব কিছু আপনাদের ফিরিয়ে দেব।
হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আমার স্বামীর অনুমতি নেবার পর আমি সাজদা করব। সুতরাং তিনি হযরত আইয়ুবের কাছে এসে সব কথা বলে। শুনে হযরত আইয়ুব তাঁর স্ত্রীকে বলেন, এখনও তুমি বুঝতে পারনি যে, ও ছিল শয়তান! যদি আমি সুস্থ হয়ে উঠি, তাহলে এর বদলে (শয়তানের ফাদে পা দেওয়ার কারণে) ১০০ বেত মারব তোমাকে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।