হজরত কাব (রাঃ) এর ইসলাম গ্রহন।”

“হজরত কাব (রাঃ) ইসলাম গ্রহনের পূর্বে ইহুদীদের একজন বড় আলেম ছিলেন। তিনি ইহুদীদের ধর্মগ্রনথে রসুল (সঃ) এর আগমনের খবর পান।
যখন রসুল (সঃ) এর আগমনের খবর তিনি পান তখন তিনি যাচাই করার সুযোগ খোঁজেন। একদিন রসুল (সঃ) এর কিছু অর্থের প্রয়োজন হয়। তখন হজরত কাব বলেন যে আমি আপনাকে ধার দেই যখন আপনার খেঁজুর এর মৌসুম আসবে আপনি আমাকে উক্ত মূল্যের খেজুর দিয়ে দিবেন।রসুল (সঃ) এই শর্তে রাজী হয়ে গেলেন।
নির্ধারিত সময় শেষ হবার একদিন পূর্বেই সে একদিন রসুল (সঃ) এর জামা মুবারক ধরে টান দিলেন এবং অর্থ দাবী করলেন। সঙ্গে হজরত উমর (রাঃ) ছিলেন তিনি ক্ষিপ্ত হয়ে তরবারি বের করতে চাইলেন কিন্তু রসুল (সঃ) তাঁকে বোঝালেন এবং ডেকে নিয়ে গেলেন।
হজরত উমরকে নিয়ে রসুল (সঃ) বললেন যে, সে যত ঝুঁড়ি খেঁজুর পাওনা তার চেয়ে দুই ঝুঁড়ি খেঁজুর তাঁকে দিতে।
হজরত উমর (রাঃ) রসুল (সঃ)এর কথামত হজরত কাব (রাঃ) কে ডেকে বললেন, এই নাও তোমার খেজুর। এই বলে মাপতে শুরু করলেন। হজরত কাব (রাঃ) বললেন, দুই ঝুঁড়ি বেশি কেন? হজরত উমর বললেন, আমি তো তোমাকে তরবারী দিয়ে বোঝাতে চেয়েছিলাম আললাহর রসুল (সঃ) নিষেধ করলেন, আর বললেন যে, তোমাকে যেন পরিমানের চেয়ে দুই ঝুঁড়ি বেশি দিই।
হজরত কাব (রাঃ) সঙ্গে সঙ্গেই কালেমায়ে শাহাদাত পাঠ করলেন, আশহাদুআল্লাইলাহা “ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়াআশহাদু আননা মুহামমাদান আবদুহুওয়ারসুলুহু”।
হজরত উমর বললেন, তুমি সব জেনে শুনে এমন আচারণ করলে কেন? হজরত কাব (রাঃ) বললেন, আমি জানতাম তিনি আল্লাহর রসুল তবে আমি শুধু যাচাই করার জন্য এমন করেছি।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!