স্বামী-স্ত্রীর মজার ঘটনা

বর্ণিত আছে যে, কোন এক মহিলার
স্বামী ছিল মুনাফেক ।
সে মহিলার অভ্যাস ছিল
প্রতিটি জিনিসের
পূর্বে সে “বিসমিল্লাহ”
পড়তো, হউক তা কাজ বা কথা ।
একদিন তার স্বামী বলল
(মনে মনে চিন্তা করল) , আমি এমন
একটি কাজ করব
যা দ্বারা আমি তাকে “বিসমিল্লাহ”
বলার ক্ষেত্রে লজ্জিত করবো ।
অতএব, তার কাছে একটি থলে দিল
এবং তাকে বলল ,
তুমি এটাকে হেফাজত করে রাখ ।
ঐ মহিলাটি থলেটি কে এক জায়গায়
লুকিয়ে রাখলো, সুযোগ বুঝে এক সময়
তার স্বামী থলেটি নিয়ে নিল
এবং থলেটিকে তার বাড়ির
কূপে ফেলে দিল । অতঃপর স্ত্রীর
নিকট এসে থলেটি ফেরত চাইল ।
মহিলাটি যথাস্থানে এসে “বিসমিল্লাহ”
বলে হাত বাড়িয়ে দিল ।
আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল
(আঃ) তে তৎক্ষণাৎ অবতরণের আদেশ
প্রদান করলেন এবং থলেটিকে তার
স্থানে পূর্বের ন্যায়
রেখে দিতে বললেন ।
অবশেষে সে তা যেভাবে রেখেছে সে ভাবেই
পেল ।
তার স্বামী আশ্চর্যান্বিত
হয়ে আল্লাহ তায়ালার
কাছে তওবা করে ক্ষমা চাইল ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!