বর্ণিত আছে যে, কোন এক মহিলার
স্বামী ছিল মুনাফেক ।
সে মহিলার অভ্যাস ছিল
প্রতিটি জিনিসের
পূর্বে সে “বিসমিল্লাহ”
পড়তো, হউক তা কাজ বা কথা ।
একদিন তার স্বামী বলল
(মনে মনে চিন্তা করল) , আমি এমন
একটি কাজ করব
যা দ্বারা আমি তাকে “বিসমিল্লাহ”
বলার ক্ষেত্রে লজ্জিত করবো ।
অতএব, তার কাছে একটি থলে দিল
এবং তাকে বলল ,
তুমি এটাকে হেফাজত করে রাখ ।
ঐ মহিলাটি থলেটি কে এক জায়গায়
লুকিয়ে রাখলো, সুযোগ বুঝে এক সময়
তার স্বামী থলেটি নিয়ে নিল
এবং থলেটিকে তার বাড়ির
কূপে ফেলে দিল । অতঃপর স্ত্রীর
নিকট এসে থলেটি ফেরত চাইল ।
মহিলাটি যথাস্থানে এসে “বিসমিল্লাহ”
বলে হাত বাড়িয়ে দিল ।
আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল
(আঃ) তে তৎক্ষণাৎ অবতরণের আদেশ
প্রদান করলেন এবং থলেটিকে তার
স্থানে পূর্বের ন্যায়
রেখে দিতে বললেন ।
অবশেষে সে তা যেভাবে রেখেছে সে ভাবেই
পেল ।
তার স্বামী আশ্চর্যান্বিত
হয়ে আল্লাহ তায়ালার
কাছে তওবা করে ক্ষমা চাইল ।