স্বামী-স্ত্রীর মজার ঘটনা

বর্ণিত আছে যে, এক মহিলার স্বামী ছিল একজন মুনাফিক।
সে মহিলার অভ্যাস ছিল—যে কোনো কাজ শুরু করার আগে, এমনকি কোনো কথা বলার আগেও—সে “বিসমিল্লাহ” পড়ত।

একদিন তার স্বামী মনে মনে চিন্তা করল,
“আমি এমন কিছু করব, যাতে সে ‘বিসমিল্লাহ’ বলতে লজ্জা পায়।”

সেই উদ্দেশ্যে সে তার স্ত্রীকে একটি থলে দিল এবং বলল,
“এটাকে হেফাজত করে রেখো।”

মহিলাটি থলেটি একটি নিরাপদ স্থানে লুকিয়ে রাখল।
সুযোগ বুঝে তার স্বামী থলেটি সেখান থেকে নিয়ে গেল এবং তাদের বাড়ির কূপে ফেলে দিল।

কিছুক্ষণ পর সে তার স্ত্রীর কাছে এসে থলেটি ফেরত চাইলো।

মহিলাটি থলে রাখার স্থানে এসে আগের মতই “বিসমিল্লাহ” বলে হাত বাড়িয়ে দিল।

এসময় আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল (আঃ)-কে অবতরণের আদেশ দিলেন,
এবং তাঁকে নির্দেশ দিলেন থলেটি আবার আগের জায়গায় ঠিক আগের মতো রেখে দিতে।

অবশেষে মহিলা যেখানে রেখেছিলেন ঠিক সেখানেই থলেটি ফিরে পেলেন।

সব দেখে তার স্বামী বিস্মিত হয়ে গেল এবং আল্লাহ তায়ালার কাছে তওবা করে ক্ষমা চাইল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!